মোঃনাজমুল মোরেলগঞ্জঃ
মোঃ ওবাইদুল কবির বাবু—একটি নাম, যা ৯০-এর দশকে স্বৈরাচারবিরোধী ছাত্রআন্দোলনের ইতিহাসে সাহস ও নেতৃত্বের প্রতীক। বয়স পঞ্চান্ন ছুঁই ছুঁই হলেও এখনো তাঁর মাঝে জ্বলছে সেই সময়ের সংগ্রামী চেতনা ও অনুপ্রেরণার আগুন। তিনি পিরোজপুর জেলার কলারন এলাকার বাসিন্দা এবং মরহুম মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র। রাজনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত একটি পরিবারে জন্ম নেয়া বাবুর রক্তে বইছে নেতৃত্ব ও আদর্শের শক্তি—তাঁর নানু ছিলেন বারইখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সাইদুর রহমান তালুকদার এবং মামা ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম রুহুল আমীন ফারুকি।
১৯৯৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন ওবাইদুল কবির। ছাত্রজীবনেই তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক ও চাকসুর সরোয়ারদী হল শাখার ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
শিক্ষায় দীপ্ত একটি পরিবারে তাঁর বেড়ে ওঠা। বাবা মরহুম মুজিবুর রহমান ছিলেন একজন পেশাদার ব্যাংকার। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। বাবার চাকরির সুবাদে খুলনায় চলে গেলে ১৯৮৪ সালে খালিশপুর পোর্ট স্কুল থেকে এসএসসি এবং ১৯৮৬ সালে মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি ক্রীড়া-প্রতিভায়ও ছিলেন উজ্জ্বল; ঘরোয়া ও লিগ পর্যায়ে ক্রিকেটে তার পারদর্শিতা প্রশংসিত হয়।
বর্তমানে তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তবে কর্মজীবনের ব্যস্ততা তাঁকে রাজনীতি থেকে একদিনের জন্যও বিচ্যুত করতে পারেনি। ৯০-এর আন্দোলনে মোরেলগঞ্জে নেতৃত্বদানকারী সাহসী ছাত্রনেতাদের অন্যতম ছিলেন তিনি। এখনও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
মোঃ ওবাইদুল কবির বাবু কেবল একজন রাজনীতিক বা প্রাক্তন ছাত্রনেতাই নন, তিনি একজন সংগ্রামী মানুষ, আদর্শবান কর্মী এবং নতুন প্রজন্মের জন্য এক প্রেরণার নাম। ৯০-এর আন্দোলনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, “তৎকালীন সময়ে মোরেলগঞ্জে মুষ্টিমেয় কয়েকজন ছাত্রনেতার হাত ধরে এরশাদবিরোধী আন্দোলনের সূচনা হয়, যা পরে গণআন্দোলনের রূপ নেয়।”
সাক্ষাৎকারে তিনি ভবিষ্যতে পিরোজপুর জেলায় বিএনপির রাজনীতির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত থেকে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন।