মোঃ জিহান বিশেষ প্রতিনিধি
সাতকানিয়া সরকারি কলেজ ও আশপাশের এলাকায় ইভটিজিংয়ের মতো ঘৃণিত অপরাধের বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার ভূমিকা আবারও প্রমাণিত হয়েছে। আজ কলেজ ক্যাম্পাসে এক ইভটিজিংকারীকে তার অপকর্মের জন্য গণপ্রতিরোধের মুখে পড়তে হয়েছে এবং উপযুক্ত শাস্তি প্রদান করা হয়েছে।
শিক্ষার্থীদের ভাষ্যমতে, ইভটিজিংয়ের ফলে মেয়েদের স্বাভাবিক জীবনযাপন ও শিক্ষা লাভের অধিকার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা জানান, প্রকাশ্যে অপমান, আত্মসম্মানবোধের ক্ষতি এবং নিরাপত্তাহীনতার কারণে অনেক মেয়ে মানসিক চাপে আত্মহননের পথ পর্যন্ত বেছে নিচ্ছে। অভিভাবকরা অনেকে মেয়েদের লেখাপড়াও বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।
এই প্রেক্ষাপটে সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা স্পষ্ট বার্তা দিয়েছেন:
“আমাদের বোনদের কেউ অসম্মান করলে আমরা তার উপযুক্ত জবাব দেবো, ইনশাআল্লাহ। আজকের ঘটনাই তার প্রমাণ। একজন ইভটিজিংকারী ডেবিলকে আমরা তার অপকর্মের শাস্তি দিয়েছি — আলহামদুলিল্লাহ।”
শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, ভবিষ্যতে সাতকানিয়াতে ইভটিজিং বা কোনো অন্যায় বরদাশত করা হবে না। কলেজ ক্যাম্পাস এবং চারপাশের পরিবেশকে নিরাপদ রাখার জন্য তারা সদা প্রস্তুত।