1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
লোহাগাড়ার সাতগড় বিটের দুই কর্মচারীর বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অবৈধ অকটেনসহ পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করা হচ্ছে উথলীতে চিটাগুড়বাহী ট্রেনের বগি লাইনচ্যুত ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ নড়াইলের লোহাগড়ায় তিন কন্যার জন্ম দিলেন গৃহবধূ আলপনা খানম শেরপুরে জেলায় হাজং ছাত্র সমাজ ‘বাহাছাস’ এর জেলা কমিটি গঠন দুমকিতে জুলাই বিপ্লবে শহিদ জশিম হাওলাদারের পরিবারের এখন খোজ কেউ নেয় না মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পরিদর্শন আশাশুনির প্রতাপনগরে সরকারি খাস জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ পানছড়িতে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনব্যাপি উৎসব জামালপুর জেলার সরকারি কর্মকর্তা অংশীজনের সাথে মতবিনিময় সভা উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খানের

লোহাগাড়ার সাতগড় বিটের দুই কর্মচারীর বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

 

কামরুল ইসলাম চট্টগ্রাম

লোহাগাড়ার চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বিটের আওতাধীন লম্বাশিয়া এলাকায় সংরক্ষিত বনের পাহাড়ের পাদদেশে শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন স্থানীয় সচেতন মহল বলেছেন এই বালু খেকোদের সাথে সাতগড় বিটের কর্মচারী জিতুর সাথে অবৈধ বালু ও মাটি খেকোদের সাথে সম্পর্ক রয়েছে অন্তরঙ্গ সম্পর্কের কারণে কোনো ভাবেই থামছে না অবৈধ বালু উত্তোলন এবং মাটি কাটার মহোৎসব। বালু উত্তোলন পাহাড় কাটার মত মহোৎসব কোন ভাবেই থামছে না। জিতুর সাথে মুখোমুখি হলে সে বলেন আমরা যতভড় অপরাধ করিনা কেন আমাদের বদলি করা হবে এছাড়া আর কোন শাস্তি হবেনা আর আমরা যেইখানে যায় আমাদের কার্যক্রম চলবে আমরা আমাদের উপরস্থ কর্মকর্তা ও সাংবাদিকদের মেনেজ করে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং যাব আর আপনাকে কত দিতে হবে বলেন শুধু শুধু বিরুদ্ধ সৃষ্টি করে লাভ কি আমাদের কার্যক্রম আপনি একজনের পক্ষে বন্ধ করা সম্ভব হবেনা শুধু শুধু বিরুদ্ধ না করে আশুন সভায় মিলে কার্যক্রম চালিয়ে যাই বলে প্রস্তাব দেন জিতুর বিরুদ্ধে এই নিউজ টা করাই দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম কে জীবন নাশের ,গাছ কাটার মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়েছে মোবাইল ফোনে মোবাইল নাম্বার টা হচ্ছে 01882780353 এই বিষয়ে মুখিক ভাবে পরেষ্টর ডিপু মামুন কে জানালে তিনি বলেন স্থানীয় থানায় গিয়ে জিতুর বিরুদ্ধে একটি জিডি করেন জিডিটা আমাকে পাঠালে আমি বেবস্থা নেব । জিডি টা করতে থানায় গেলে ওসি আরিফ সাহেব জিডি গ্রহণ করবে দুরের কথা উল্টো বলেছেন পরেষ্টর নাকি বলেছেন সাংবাদিক চাঁন্দা চেয়েছেন এই বলে অভিযোগ নামা সাংবাদিকের সাক্ষর ছাড়া রেখে দিয়েছে ‌। যদি এই ধরনের হয় তাহলে সাংবাদিকদের নিরাপত্তা কোথায়। থানায় একজন সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে নাপারলে সাধারণ মানুষের কি হবে । অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বন কর্মকর্তা বলেন এই ঘুষের বানিজ্য যুগ যুগ ধরে চলে আসছে শুধু শুধু প্রতি হিংসা ভাঁড়িয়ে লাভ কি। বুধবার সরেজমিন লম্বাশিয়া এলাকায় ৫টি পাহাড়ের পাদদেশে ছড়ায় ৭টি শ্যালো মেশিনের সাহায্যে বালু উত্তোলন করতে দেখা গেছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মেশিন বন্ধ করে ছটকে পড়েন বালু উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিকরা। এছাড়াও আরও ১৫টির অধিক পাহাড়ে বালু উত্তোলনের ক্ষত চিহ্ন দেখা যায়। জানা যায়, 2025 সালের 15 মে লম্বাশিয়ার সংরক্ষিত বনের ছড়া ও পাহাড় ভেঙে বালু পাচার বন্ধ করতে একাধিকস্থানে রাস্তা কেটে দেয় উপজেলা প্রশাসন ও বন বিভাগের উপরস্থ কর্মকর্তারা। ফলে কয়েক মাস বালু উত্তোলন বন্ধ ছিল আবারো জিতুর সমন্বয়ে আবারো শুরু করেছে বালু উত্তোলন এবং মাটি খেকোদের মহোৎসব। চলতি বছরের শুরুতে একটি মহল কর্তন করা রাস্তা মেরামত করে পুনরায় একই স্থান থেকে বালু উত্তোলন শুরু করে। খবর পেয়ে ওই এলাকায় উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথ অভিযান পরিচালনা করে পাহাড় কেটে বালু উত্তোলন বন্ধ করে। এ সময় কাটা হয় বালু পরিবহণের ৫টি রাস্তা। অভিযানের পর কিছুদিন বালু উত্তোলন বন্ধ থাকলেও আবারও কেটে দেওয়া রাস্তা সংস্কারপূর্বক বালু উত্তোলন শুরু করে প্রভাবশালী মহল। স্থানীয় পরিবেশকর্মী সানজিদা রহমান বলেন, পাহাড় কাটার সঙ্গে স্থানীয় সিন্ডিকেট ও প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার যোগসাজশ রয়েছে। সামাজিকভাবে প্রতিরোধ করতে না পারলে এদের ঠেকানো মুশকিল হবে। চুনতি বনরেঞ্জ কর্মকর্তা বলেন, লম্বাশিয়া নিয়ে পড়ে থাকলে তো হবে না। আমাকে আরও অনেক কাজ করতে হয়। বনবিভাগের জনবল সংকট। আমাদের শক্তি আছে মামলা দেওয়ার মামলা দিচ্ছি। সহকারী কমিশনার (ভূমি) বলেন, বনবিভাগ দায়িত্বশীল ভূমিকা না রাখলে লম্বাশিয়া এলাকার একটি পাহাড়ও রক্ষা করা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি