রাসেল শেখ :
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে শহীদ আলিফ চত্বরে(দশানি ট্রাফিক পুলিশ বক্স) সড়ক দুর্ঘটনায় উড়ে গেছে ট্রাফিক পুলিশ বক্স। আজ ১৯মে ভোর রাত দুইটার সময় এই দুর্ঘটনা ঘটে। রোববার দিবাগত রাত দুইটার সময় একটি গাছ বোঝাই ট্রাক দ্রুত গতিতে পিরোজপুরের দিক থেকে ছুটে আসে এবং গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সরাসরি ট্রাফিক বক্সে আঘাত হানে। এতে উড়ে যায় ট্রাফিক বক্স। ঘটনায় কেউ হতাহত হয়নি তবে, ট্রাকটি দুমড়ে মুচড়ে সামনের অংশ ভেঙে পড়েছে। দুর্ঘটনার পর পুলিশ দুই টা ট্রাক আটক করে। এভাবে মাঝ রাস্তায় ট্রাক আটকে থাকায় দশানি মোড়ে বাগেরহাট-খুলনা মহাসড়কে জানজটের সৃষ্টি হয়েছে। সেটা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জায়গাটিতে। তদন্ত এবং মামলার প্রস্তুতি চলছে।