কামরুল ইসলাম
হাটহাজারী ও ভূজপুর থানার যৌথ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার।
হাটহাজারী ও ভূজপুর থানা পুলিশের একটি চৌকশ টিম আজ ২০মে ২০২৫ খ্রি. (১৯ মে দিবাগত) রাত ২:০০টার সময় হাটহাজারী থানার একটি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে আসামি মোঃ শাহাজাহান প্রকাশ কালু থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি চট্টগ্রাম জেলার ভূজপুর থানা এলাকায় হলুদিয়া টিলাস্থ রহমজানের বাপের বাড়িতে অভিযান করে তার দেখানো মতে ১। একটি দেশীয় লোহার তৈরি একনলা বন্দুক ২। একটি দেশীয় লোহার তৈরি পিস্তল সদৃশ্য এলজি ও ৩। একটি কার্তুজ উদ্ধার করা হয়।
আসামি মোঃ শাহাজাহান প্রকাশ কালু (৪১) এর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতাসহ ৯টি মামলার তথ্য পাওয়া যায়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে ভূজপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।