মোঃ জিহান বিশেষ প্রতিনিধি
লোহাগাড়া (চট্টগ্রাম): লোহাগাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি পরিবহনকারী চারটি ট্রাক জব্দ করেছে। বর্তমানে এসব ট্রাক থানায় হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এ ধারাবাহিকতায় আজ (তারিখ দিন) উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব ট্রাক আটক করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিনা অনুমতিতে মাটি কাটা ও পরিবহন করা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে নিয়মিত অভিযান চলবে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।