কামরুল ইসলাম
অদ্য ২০/০৫/২০২৫খ্রি. তারিখ ১৮:20 ঘটিকার সময় লোহাগাড়া চুনতি পুলিশ ফাঁড়ির এসআই(নিঃ)/মো: জিয়াউদ্দিন এবং এ এসে আই জোবায়ের হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আলী আব্বাসের দিক নির্দেশনা মোতাবেক 20=05=2025তারিখ লোহাগাড়া থানাধীন বড়হাতিয়া ইউনিয়ের মনু ফকির হাট থেকে 18,30ঘটিকার সময় মোঃ সিরাজুল ইসলাম48 পিতা মৃত ফারুক ,মাতা নুর জাহান বেগম বড়হাতিয়া আমতলী 5নং ওয়ার্ড কে আটক করে ঐ সময় তল্লাশি করে জনতার উপস্থিতিতে 200পিস ইয়াবা সহ গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ করা কালীন তার জবানবন্দিতে তার বাড়ি থেকে আরো 200পিস ইয়াবা পাওয়া যায় মোট 400শত পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক। এই মাদক ব্যবসায়ী সিরাজ কে মাদক নিয়ন্ত্রণ আইন মোতাবেক মামলা রুজু করা হয়।
এই সংক্রান্ত লোহাগাড়া চুনতি পুলিশ ফাঁড়ির মামলা নং-17 তারিখ-২০/০৫/২০২৫ইং, ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে। চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আলী আব্বাসের বিষয়ে এলাকাবাসী বলেছেন তিনি একজন ধার্মিক ও সৎ ও যোগ্য পুলিশ অফিসার ওনি ওসি হওয়ার যোগ্যতা রাখেন, ওনি এই চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হয়ে আশার পূর্বে বড়হাতিয়া ইউনিয়ের পরিস্থিতি খুবই মন্দ ছিল মাদক, চুরি, ডাকাতি সহ সকল প্রকার অন্যায় কাজের স্বর্গ রাজ্য ছিল এক প্রকার ক্রাইম জোন ছিল বড়হাতিয়া। কিন্তু বর্তমানে শান্তি শৃঙ্খলা লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের সবচাইতে ভালো ও শান্তির ইউনিয়ন হচ্ছে চুনতি এবং বড়হাতিয়া