1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সজন প্রিতীর কারণে তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
হাকিমপুরে কৃষি প্রনোদনা ও পুর্নবাসন কর্মসূচির শুভ উদ্বোধন গাইবান্ধায় জাসাসের কর্মীসভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ আয়োজনে পেশাগত দক্ষতা বৃদ্ধির কর্মশালা আসামে কামাখ্যা মন্দিরে হারিয়ে যাওয়া বৃদ্ধা কে বাড়ী খুঁজে দিতে গঙ্গাসাগরে নিয়ে হ্যাম রেডিও কাছে হস্তান্তর লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেল রামপালের ৫ হাজার চক্ষু রোগী বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ জন ছাত্র উদ্ধার; বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্য আটক গাইবান্ধায় সেরা কণ্ঠশিল্পীর অন্বেষণে প্রথম দিনে ১৪ জন পেলেন ‘ইয়েস কার্ড ধারাবাহিক নিয়মে চাঁন্দগাও থানায় চলছে অভিযান কালিগঞ্জে বিষ্ণুপুর ২ লক্ষ টাকার শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সজন প্রিতীর কারণে তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

 

কামরুল ইসলাম চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর বিএনপি মাঠ গোছাতে ব্যস্ত অন্যদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি থেকে কিছু ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে শুধু তাই নয় কিছু নেতা কে যোগ্যতা অনুসারে পদ পদবী না দেওয়াই তৃণমূল পর্যায়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য অনুসারে জানাযায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে কিছু হাইব্রিড নেতাদের পদপদবি দিয়েছে এবং সদস্য করেছেন যারা বিএনপির দুর্দিনে আওয়ামীলীগের সাথে পর্দার আড়ালে থেকে চাকরি ও কোটি টাকার ব্যবসা চালিয়ে কোটি টাকা রোজগার করেছেন। সেই কালো টাকার বিনিময়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পদপদবি ও সদস্য হয়েছেন। আর যাদের কে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি থেকে বাদ দেয়া হয়েছে এবং যোগ্যতা অনুসারে পদ দেয়া হয়নি তারাই বিএনপির দুর্দিনে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন ।এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কোটি কোটি টাকার ব্যবসা ধংস করে দিয়েছেন শুধু তাই নয় দুর্দিনে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলেন। বন ও পরিবেশ মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী যেই কমিটিতে সভাপতি ছিলেন তৃণমূল নেতাকর্মীরা বলেন আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী জীবিত থাকলে কমিটির এই অবস্থা সৃষ্টি হইত না জেলা উপজেলা বিএনপি কে সংঘটিত করতে গিয়ে কোটি কোটি টাকার ব্যবসা ধংস করে দিয়েছেন এমন নেতাকর্মীদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি থেকে বাদ দেওয়া হয়েছে এবং যোগ্য নেতাদের যোগ্যতা অনুযায়ী পদ দেওয়া হয়নি।জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর, এবং উত্তর জেলার নেতৃবৃন্দ কার্যক্রম চালিয়ে যাচ্ছে অন্যদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতৃবৃন্দের কারণে ধংসের মুখে চট্টগ্রাম দক্ষিণ জেলার রাজনীতি। সাংগঠনিক কার্যক্রম বাড়াতে মহানগর ও উত্তর জেলার অধীন বিএনপির থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি ঘোষণারও তোড়জোড় চলছে। অপরদিকে দক্ষিণ জেলার মেয়াদোত্তীর্ণ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি কমিটি আগামী কয়েক দিনের মধ্যে ভেঙে দেওয়ার ইঙ্গিত দিয়েছে জেলা কমিটি। আগামী ২২ মে দক্ষিণ জেলা বিএনপির নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম পরিচিতি সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে বিএনপির একটি সূত্র।
এদিকে চট্টগ্রাম বিভাগে গত ১৫ মে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নগর বিএনপি কার্যালয়ে একটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দলের এ কার্যক্রম মহানগর ও দক্ষিণ জেলা বিএনপিও শুরু করবে বলে ধারণা করছেন কিন্তু সর্বপ্রথমে দক্ষিণ জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে ত‌্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠনের দাবি জানাই তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে
যদিও উত্তর জেলা বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কার্যক্রম গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে। উত্তরের প্রতিটি উপজেলা ও থানায় বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম চলমান রয়েছে।
বিএনপি একটি সূত্র জানায়, দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির কার্যক্রম দিয়ে মাঠ গোছানোর কাজ শুরু হয়েছে। কাজের গতি বাড়াতে একই সময়ে ভেঙে দেওয়া মেয়াদোত্তীর্ণ বিএনপি কমিটিগুলোর নতুন কমিটি ঘোষণা দেওয়া হবে। যার সুফল পাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা।
মহানগর বিএনপি : গত ৭ জুলাই আলহাজ এরশাদ উল্লাহ-কে আহ্বায়ক এবং নাজিমুর রহমানকে সদস্যসচিব করে দুই সদস্যের নগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় কেন্দ্র। পরবর্তীতে ৪ নভেম্বর ৫৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়। গত ৩ ডিসেম্বর ভেঙে দেওয়া হয় চট্টগ্রাম মহানগরীর ১৫ থানা ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির কমিটি। কিন্তু গত সাড়ে ৫ মাস পরও থানা ও ওয়ার্ড কমিটি করা হয়নি। যদিও বিএনপির নীতি নির্ধারণী মহলের একটি সূত্র দাবি করেছে, থানা ও ওয়ার্ড কমিটি গঠন প্রায় চূড়ান্ত করা আছে। শুধুমাত্র কয়েকটি বিষয় সমন্বয় করে দ্রুত নতুন কমিটি ঘোষণা দেওয়া হবে। নতুন কমিটি বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কাজ করবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান পূর্বকোণকে বলেন, ‘মহানগরের ১৫ থানা ও ৪৩ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। খুব সহসা এসব কমিটি ঘোষণা দেওয়া হবে। আশা করছি, ঈদুল আযহা’র পর থানা ও ওয়ার্ডের নতুন কমিটির মাধ্যমে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে।’
দক্ষিণ জেলা বিএনপি : দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের পর প্রথম পরিচিতি সভায় বসতে যাচ্ছেন অচিরেই কিন্তূ তৃণমূল এবং ত্যাগী নেতাদের বক্তব্য বলেন কমিটিতে ত্যাগী নেতাদের যোগ করে এবং যোগ্যতা অনুযায়ী পদপদবি দেওয়া হোক তারপর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি গ্রহণ যোগ্যতা পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি