মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ২২/০৫/২০২৫ ইং
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের নতুন চাঁদপুর এলাকার মৃত গাজী মিয়ার পুএ মো: মনির মিয়া (৪৮) অদ্য (২২ মে) ২০২৫ ইং বৃহস্পতিবার বিকালে বনলতা এক্সপ্রেস নামক ট্রেনটি ঢাকা গামী পথ হতে রাজশাহীর উদ্দেশ্য যাওয়া পথে চাঁদপুর নামক রেল স্টেশনে রেল ব্রিজ পারাপার হওয়ার সময়ে ট্রেনের সাথে বাড়ি লাগার সাথে সাথে ট্রেনে কাটা পড়ে স্পষ্টে মনির মিয়ার মৃত্যু হয়। জানা যায় তিনি কানে একটু কম শুনতো তাই ট্রেনটি দেখতে না পাওয়ার কারণে তার এ মৃত্যু হয়েছে। তিনি আমান ফিড মিলের একজন ধার্মিক শ্রমিক ছিলেন। তার এ মৃত্যুতে গোটা উল্লাপাড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।