মো: আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর অর্থায়নে এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর আয়োজনে গোদাশিমলা উচ্চ বিদ্যালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিকের অপকারীতা শীর্ষক একটি সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইনাল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী (ঢাকা ও ময়মনসিংহ) গৌতম চন্দ্র চন্দ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসপিকে’র প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক।
প্রধান আলোচক তাঁর বক্তব্যে প্লাস্টিকের দূষণের ভয়াবহতা তুলে ধরেন এবং বলেন, “একবার ব্যবহার্য প্লাস্টিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সচেতনতা বৃদ্ধি করতে হবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পরিবেশ রক্ষায় নিজ নিজ ভূমিকা পালনের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে ভিডিও ক্লিপ ও পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপনা করা হয়, শেষ অংশে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক শপথ অনুষ্বিঠত হয়।