মোঃ জিহান বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় নবাগত উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ ইবনে মাসুদ রানা।
অদ্য ১৯ মে ২০২৪ ইং, বৃহস্পতিবার, তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
যোগদানের পরদিন ২৩ মে ২০২৪ ইং, বৃহস্পতিবার, লোহাগাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ আবু জাফর। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, যারা নবাগত কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
লোহাগাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।