NEWS DESK 28-4-25 :এই প্রতারককে ধরিয়ে দেন নাম রেজাউল কাকিম সোহাগ এক লক্ষ আশি হাজার টাকা নিয়ে উধাও। সে বিভিন্ন সময় বিভিন্ন নাম ব্যবহার করে এবং বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে কখনো বলে এস এফ টিভির সম্পাদক আবার কখনো বলে পত্রিকার সহ-সম্পাদক
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পত্রিকা নাম ভাঙিয়ে এই রেজাউল কাকিম সোয়াগ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় সে আমাদের পাঁচ জনের এক লাখ আশি হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে যদি কোন সাংবাদিক বা পরিচিত কারো সাথে যোগাযোগ বা দেখা হয় সাথে সাথে ধরে আমাদেরকে খবর দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।যে এই রেজাউল কাকিম সোয়াগ কে ধরে দিতে পারবে তাহাকে উপযুক্ত সম্মান করা হবে ০১৯৭৪১১৯১৪৪