ফরিদ আলম সিকদার (কক্সবাজার)
আজ,শুক্রবার ২৩ মে ২০২৫:
বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক দীপক শর্মা দীপু, সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দোলন ধর এবং অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জয় পাল।
শুক্রবার (২৩ মে) কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার কৃষ্ণানন্দ ধাম প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু।
এর আগে প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয় জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের বিদায়ী সভাপতি স্বপন পাল (জেলা নাজির) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের সঞ্চালনায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশ, কৃষ্ণানন্দধাম পরিচালনা কমিটির সভাপতি দুলাল চন্দ্র দে, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পী শর্মা, সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম, জেলা পূজা কমিটির অর্থ সম্পাদক স্বপন গুহ, রুবেল শর্মা, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, সহ-সভাপতি দেবাশীষ দাশ দেবু, শাউন চক্রবর্তী, ধ্রুব সেন এবং মহেশখালী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি আশীষ চন্দ্র দে প্রমুখ।
নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, তাদের নেতৃত্বে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও সফল হবে।