তানজিম হোসেন, চট্টগ্রাম
জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে চট্টগ্রামের টাইগারপাস এলাকায় গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১১টার দিকে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা।
গুলিবিদ্ধ হওয়ার পর হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সিএমএইচ এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় থাইল্যান্ডে। সাত মাস ধরে সেখানে লাইফসাপোর্টে থাকা অবস্থায় ধীরে ধীরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। ২৫ এপ্রিল পুনরায় লাইফসাপোর্টে নেওয়ার পর বৃহস্পতিবার রাতেই থেমে যায় তার জীবনপ্রবাহ।
হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে আন্দোলনকর্মীদের মাঝে। ‘এম্পাওয়ারিং আওয়ার ফাইটারস’ নামের একটি ফেসবুক পেজে হাসানের ছোট বোন সুমাইয়ার বরাতে জানানো হয়, “জুলাই অভ্যুত্থানের অন্যতম আহত যোদ্ধা আমাদের ভাই হাসান শহীদ হয়েছেন। সবাই দোয়া করবেন।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট টাইগারপাসে আন্দোলনের সময় মাথার ডান পাশে গুলিবিদ্ধ হন হাসান। এতে মস্তিষ্কে মারাত্মক ইনফেকশন ছড়িয়ে পড়ে, যা তার মৃত্যুর অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। আন্দোলনকর্মীরা তাকে শহীদ হিসেবে অভিহিত করে তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।