1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হাসান মারা গেছেন, শোকের ছায়া আন্দোলনপন্থীদের মাঝে - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অবৈধ অকটেনসহ পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করা হচ্ছে উথলীতে চিটাগুড়বাহী ট্রেনের বগি লাইনচ্যুত ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ নড়াইলের লোহাগড়ায় তিন কন্যার জন্ম দিলেন গৃহবধূ আলপনা খানম শেরপুরে জেলায় হাজং ছাত্র সমাজ ‘বাহাছাস’ এর জেলা কমিটি গঠন দুমকিতে জুলাই বিপ্লবে শহিদ জশিম হাওলাদারের পরিবারের এখন খোজ কেউ নেয় না মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পরিদর্শন আশাশুনির প্রতাপনগরে সরকারি খাস জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ পানছড়িতে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনব্যাপি উৎসব জামালপুর জেলার সরকারি কর্মকর্তা অংশীজনের সাথে মতবিনিময় সভা উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খানের

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হাসান মারা গেছেন, শোকের ছায়া আন্দোলনপন্থীদের মাঝে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

 

তানজিম হোসেন, চট্টগ্রাম

জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে চট্টগ্রামের টাইগারপাস এলাকায় গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১১টার দিকে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা।

গুলিবিদ্ধ হওয়ার পর হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সিএমএইচ এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় থাইল্যান্ডে। সাত মাস ধরে সেখানে লাইফসাপোর্টে থাকা অবস্থায় ধীরে ধীরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। ২৫ এপ্রিল পুনরায় লাইফসাপোর্টে নেওয়ার পর বৃহস্পতিবার রাতেই থেমে যায় তার জীবনপ্রবাহ।

হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে আন্দোলনকর্মীদের মাঝে। ‘এম্পাওয়ারিং আওয়ার ফাইটারস’ নামের একটি ফেসবুক পেজে হাসানের ছোট বোন সুমাইয়ার বরাতে জানানো হয়, “জুলাই অভ্যুত্থানের অন্যতম আহত যোদ্ধা আমাদের ভাই হাসান শহীদ হয়েছেন। সবাই দোয়া করবেন।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট টাইগারপাসে আন্দোলনের সময় মাথার ডান পাশে গুলিবিদ্ধ হন হাসান। এতে মস্তিষ্কে মারাত্মক ইনফেকশন ছড়িয়ে পড়ে, যা তার মৃত্যুর অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।

মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। আন্দোলনকর্মীরা তাকে শহীদ হিসেবে অভিহিত করে তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি