দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় প্রায় ৫৬হাজার ৩৮২ টাকার একটি প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পটি বাস্তবায়ন কমিটির সেক্রেটারি পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার) ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন। তিনিই রাস্তা নির্মাণকাজে হরিলুট শুরু করেছেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
পিআইওর কার্যালয় জানিয়েছে, (টিআর) প্রকল্পের আওতায় বাগজানা ইউনিয়নের কুটাহারা মৌজার পাকা রাস্তা হতে আফজালের বাড়ির রাস্তায় ইট সোলিং মেরামত/পুর্ননির্মাণের জন্য ২৮মিটার রাস্তা জন্য ৫৬ হাজার ৩৮২টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকায় আবাসন প্রকল্পের বাসিন্দাদের চলাচলের ওই রাস্তাটিতে ইট বিছানোর হবে। প্রকল্পের সেক্রেটারি ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য আরিফ হোসেন। তিনিই কাজটি করছেন।
গত বুধবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, রাস্তার কাজটি করতে ১ নম্বর ইটের বদলে পুরাতন ইট ব্যবহার করা হচ্ছে।
আজ সকালে সরেজমিনে দেখা যায়, রাস্তাটির বেশির ভাগ অংশে ইট বিছানো হয়ে গেছে। বালু দিয়ে ইট ঢেকেও দেওয়া হয়েছে। পুরো রাস্তাই করা হচ্ছে পুরাতন ইট দিয়ে। এগুলো কত নম্বর ইট—এমন প্রশ্নে স্থানীয় বাসিন্দারা হেসে ওঠেন। তাঁরা বলেন, ‘এটা মেম্বার বলতে পারবেন।’
এ বিষয়ে ইউপিসদস্য ও আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন বলেন, পুরাতন ইট আছে নতুন ইট ও আছে নিউজ করলে করো।
একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার তোরাব হোসেন ওয়ার্ডের রাস্তার কাজের অনিয়মের চিত্র দেখে স্থানীয় বাসিন্দারা অবাক! টলিভর্তি বালু নিয়ে গিয়ে জমিতে যেভাবে সার ছিটিয়ে দেয়, সেভাবে দিয়ে শেষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তায় মাটি দিয়েছে তবে দৃশ্যমান নয়।
এবিষয়ে ইউপি সদস্য তোরাব হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন, ৫৬ হাজার ৩৮২ টাকা কাজের বরাদ্দ আসছে আমি প্রায়ই ৫৬ হাজার টাকার কাজ করেছি এবং উপজেলা থেকে ইঞ্জিনিয়ার এসে কাজ দেখে গেছে।
এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যানের ও বিএনপি সভাপতি মোঃ নাজমুল হক বলেন,কাজের অনিয়ম হয়েছে জানতে পেরেছি তদন্ত করে উপরোক্ত কর্মকাতদের জানানো হবে।