মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি ঃ
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় প্রকাশ্যে ইভটিজিং এর শিকার কিশোরী (আটক-১)
অন্যদের ধরতে চলছে অভিজান ২৩ মে ২০২৫।। আজ শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা বড় মসজিদ গলিতে কয়েকজন বখাটেদের হেনস্তার শিকার হন বোরখা পরিহিত দুই নারী। এক নারীর হাতে থেকে জোরপূর্বক ফুল কেড়ে নেয় ইভটিজাররা। এমন অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। ঘটনার পর পরই এই ঘটনার সিসি ফুটেজ ও এমন দেখা যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এক ইভটিজার কে ধরে নিয়ে আসে। আটক ওই যুবক স্বীকার বলে, বান্ধবী ভেবে বোরখা পরা মেয়ের হাতে থাকা ফুল কেড়ে নিয়েছে তারা। স্থানীয়রা পরে ওই যুবককে পুলিশে সোপর্দ করেছে। ইভটিজার অন্যান্যদের আটক করতে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।