1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ভ্রাম্যমাণ আদালত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি’র আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত শফিকুল ইসলাম শফিক ঢাকা মহানগর উত্তর জাসাস-এর যুগ্ম আহ্বায়ক নিযুক্ত মধুপুর বখাটে শিক্ষকের প্রেমের প্রতারণায় শিক্ষিকার মৃত্যু,বিচারের দাবিতে মানববন্ধন শফিকুল ইসলাম মাস্টারের নির্যাতনময় সংগ্রামী জীবনের প্রতি পাঁচবিবি বাসীর কৃতজ্ঞতা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে ৪ কোটি টাকার উন্নয়ন কাজে ব্যাপক হরিলুটের অভিযোগ ‎উল্লাপাড়া কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুর্তজা আলীর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ‘ক’ জোনের মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলার মুরাদিয়াতে ছেলের হাতে মা লাঞ্চিত সিংড়ায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ গোপালগঞ্জে মুখী ষ্টার এক্সপ্রেস বাস ও কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভার গুরুতর আহত

পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ভ্রাম্যমাণ আদালত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

 

বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করল

নির্বাহী ম্যাজিস্ট্রেট
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে মাদক সেবনের দায়ে রানা (১৯) নামে এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ মে) বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহন মিনজী।

 

 

পরে দণ্ডাদেশ প্রাপ্ত রানাকে থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। দণ্ডাদেশ প্রাপ্ত রানার বাড়ি পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকায়। সে তিনি ওই এলাকার মনসুর আলীর ছেলে। এসময় সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল করিম সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির পাশে বসে মাদক (গাঁজা) সেবন করছিলেন কয়েকজন যুবক। পরে সদর উপজেলা ভূমি অফিসের সিসিটিভি ক্যামেরাতে মাদক সেবনের দৃশ্য দেখে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহন মিনজী। এসময় বাকিরা পালিয়ে গেলেও পুলিশের হাতে আটক হয় রানা। মাদক সেবনের বিভিন্ন আলামতও মেলে ভ্রাম্যমাণ আদালতে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহন মিনজী বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার আমার অফিসের প্রাচীর ঘেষা। আমার অফিসের চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। বিকেলে কয়েকজন যুবককে মাদক সেবন করতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে একজনের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আগামীতেও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি