ফরিদ আলম সিকদার (কক্সবাজার প্রতিনিধি)২৪ই মে
কক্সবাজারের রামু উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স প্রায় ৩০ ফুট নিচে খাদে পড়ে গেছে। শনিবার (২৪ মে) বিকাল সাড়ে ৪টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্সটি (আরকান সড়ক) ধোয়াপালং দিকে যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে চালক আহত হন। তবে সৌভাগ্যবশত গাড়িটিতে অন্য কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ কক্বারজর,টেকনাফ আরকান সড়ক হিসেবে পরিচিত এই রোডটি, থেকে যায় অত্যন্ত অসাবধানতার ঝুঁকিপূর্ণ। নেই কোনো ব্রিজ সংকেত বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রায়ই এই সড়কে দুর্ঘটনা ঘটে, যার ফলে হতাহতের ঘটনা দিন দিন বেড়েই চলছে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন,এই রাস্তাটা আঁকাবাকা এতই ছোট যে একটু অসাবধান হলেই দূর্ঘটনার ঘটে যায়। চার লেন করা হলে হয়তো অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
তাদের দাবি, পর্যটন এবং বানিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত প্রশস্ত ও নিরাপদ করে চার লেন বিশিষ্ট করে গড়ে তোলা জরুরি।
এ ব্যাপারে রামু থানা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।