1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
চাউল বাজারে উচ্ছেদকৃত নালা পুনর্নির্মাণ: জলবদ্ধতার আশঙ্কা, ক্ষোভে ব্যবসায়ীরা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি’র আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত শফিকুল ইসলাম শফিক ঢাকা মহানগর উত্তর জাসাস-এর যুগ্ম আহ্বায়ক নিযুক্ত মধুপুর বখাটে শিক্ষকের প্রেমের প্রতারণায় শিক্ষিকার মৃত্যু,বিচারের দাবিতে মানববন্ধন শফিকুল ইসলাম মাস্টারের নির্যাতনময় সংগ্রামী জীবনের প্রতি পাঁচবিবি বাসীর কৃতজ্ঞতা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে ৪ কোটি টাকার উন্নয়ন কাজে ব্যাপক হরিলুটের অভিযোগ ‎উল্লাপাড়া কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুর্তজা আলীর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ‘ক’ জোনের মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলার মুরাদিয়াতে ছেলের হাতে মা লাঞ্চিত সিংড়ায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ গোপালগঞ্জে মুখী ষ্টার এক্সপ্রেস বাস ও কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভার গুরুতর আহত

চাউল বাজারে উচ্ছেদকৃত নালা পুনর্নির্মাণ: জলবদ্ধতার আশঙ্কা, ক্ষোভে ব্যবসায়ীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

ফরিদ আলম সিকদার (কক্সবাজার) ২৬ই মে ২০২৫ সোমবার।

কক্সবাজার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা চাউল বাজারে পৌরসভার উচ্ছেদকৃত একটি প্রধান নালা পুনর্নির্মাণের কাজ চলছে। তবে এই পুনর্নির্মাণ কাজ নিয়ে দেখা দিয়েছে নানা অভিযোগ ও উদ্বেগ। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের অভিযোগ,নালা ভরাট করে নির্মাণকাজ চালানোর ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ ব্যাহত হচ্ছে, যা ভবিষ্যতে ভয়াবহ জলবদ্ধতার সৃষ্টি করতে পারে।

বাজার এলাকার ব্যবসায়ীরা জানান, এর আগেও বৃষ্টির দিনে নালার পানির কারণে তাদের ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন যদি এই নালা পুরোপুরি ভরাট করে নির্মাণ করা হয়, তাহলে সামান্য বৃষ্টিতেই পুরো বাজার এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে তারা শঙ্কা প্রকাশ করেন।

ব্যবসায়ী মহল এ নির্মাণকাজ বন্ধ রেখে নালাটি যথাযথভাবে সংস্কারের দাবি জানিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। তারা বলেন, উন্নয়ন হোক অবশ্যই, তবে তা যেন জনস্বার্থ বিরোধী না হয়।

এ প্রসঙ্গে শহর শ্রমিক দলের আহবায়ক, আমানত শাহ,বলেন, নালা পুনর্নির্মাণের নামে যেভাবে পানি চলাচলের পথ রুদ্ধ করা হচ্ছে, তাতে এই এলাকার সাধারণ মানুষ ও শ্রমজীবী ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়বেন। আমরা কক্সবাজার পৌর প্রশাসন ও জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

তিনি আরও বলেন, শহরের উন্নয়নের নামে যদি জনগণের দুর্ভোগ বাড়ে, তবে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাব, যেন বাস্তব পরিস্থিতি যাচাই করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হয়।

এ বিষয়ে কক্সবাজার পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এলাকাবাসী ও ব্যবসায়ীদের দাবি, শহরের উন্নয়ন পরিকল্পনায় যেন জনগণের ভোগান্তি লাঘব ও পরিবেশগত ভারসাম্য রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি