মোঃ জিহান বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক আনন্দ ভ্রমণ, ক্রীড়া প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। গতকাল (তারিখ উল্লেখ করুন) দিনব্যাপী এ আয়োজনটি সম্পন্ন হয় চট্টগ্রামের এক মনোরম প্রাকৃতিক পরিবেশে।
অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কর্মরত সাংবাদিক ও তাঁদের পরিবার-পরিজনেরা অংশগ্রহণ করেন। সকালের প্রথম পর্বে শুরু হয় আনন্দ ভ্রমণ ও ক্রীড়া প্রতিযোগিতা। শিশু-কিশোর থেকে শুরু করে নারীরা পর্যন্ত নানা ধরণের খেলায় অংশগ্রহণ করেন। ছিল দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, দড়ি টানাটানি, চেয়ারে বসা ইত্যাদি মজার খেলা। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় গুণীজন সংবর্ধনা। সমাজ, সংস্কৃতি, শিক্ষা ও সাংবাদিকতা ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফোরামের সভাপতি (নাম) ও সাধারণ সম্পাদক (নাম)। সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা সাংবাদিকদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সামাজিক দায়িত্ববোধের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি (নাম), সঞ্চালনায় ছিলেন (নাম)। এ সময় আরও উপস্থিত ছিলেন (উল্লেখযোগ্য অতিথিদের নাম)।
দিনের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন ফোরামের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা।
ফোরামের সাধারণ সম্পাদক জানান, “এই আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় হয়। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।