1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
শেরপুরে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অবৈধ অকটেনসহ পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করা হচ্ছে উথলীতে চিটাগুড়বাহী ট্রেনের বগি লাইনচ্যুত ৫ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ নড়াইলের লোহাগড়ায় তিন কন্যার জন্ম দিলেন গৃহবধূ আলপনা খানম শেরপুরে জেলায় হাজং ছাত্র সমাজ ‘বাহাছাস’ এর জেলা কমিটি গঠন দুমকিতে জুলাই বিপ্লবে শহিদ জশিম হাওলাদারের পরিবারের এখন খোজ কেউ নেয় না মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পরিদর্শন আশাশুনির প্রতাপনগরে সরকারি খাস জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ পানছড়িতে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনব্যাপি উৎসব জামালপুর জেলার সরকারি কর্মকর্তা অংশীজনের সাথে মতবিনিময় সভা উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খানের

শেরপুরে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :”হাতিতো আপনার, আমার ভাষা বুঝবেনা। হাতি বসবাসের কতটুকু জায়গা উপযুক্ত হলে,হাতি সেই জায়গা থেকে বের হয়ে আসবেনা-এটাই হচ্ছে যুগোপযোগী কথা।এটাই হচ্ছে বৈজ্ঞানিক কথা।এখানে আবিস্কারের কোন প্রয়োজন নেই” সোমবার (২৬ মে) দুপুরে বির্তকিত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার “দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র” পরিদর্শনকালে হাতি-মানুষের দ্বন্ধ নিরসনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্ন্তবর্তী সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।পরে মধুটিলা ইকোপার্কে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
হাতির পায়ে পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী দুটি পরিবারকে ৩ লাখ করে ৬ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন। এসময় প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী,কেন্দ্রীয় বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন,বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষক মো.ছানাউল্যা পাটওয়ারী,বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা মো.শাহীন কবির,পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম,বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড.মোহাম্মদ আলী রেজা খান, সহকারি বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি সহ বিভিন্ন রেঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানা গেছে,নালিতাবাড়ী উপজেলার “দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্রটি স্থাপনের উদ্যোগ নেয়ার পর থেকে বনবিভাগ ও জেলা প্রশাসনের মধ্য বিরোধ চলে আসছে। বন বিভাগ বলছে, সেখানকার জমিটুকু ডিসি খাঁস হলেও জায়গাটি পাহাড়ের এরিয়া ও হাতির আশ্রয়স্থল। ওখানে পর্যটন কেন্দ্র স্থাপন করা হলে বন্যহাতির আশ্রয়স্থল হারিয়ে লোকালয়ে চলে আসবে। এতে মানুষ ও ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই বিরোধপূর্ণ বিষয়টি সরেজমিনে দেখার জন্যেই অর্ন্তবর্তী সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘটনাস্থলে আসেন। তবে এলাকাবাসী ও জেলা প্রশাসন সেখানে পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি