সোমবার ২৬ মে ঢাকা উত্তরা ১৪ নম্বর সেক্টরের বাইতুল আমান জামে মসজিদ কমিটি কতৃপক্ষ হাফেজ্জী হুজুর রহ : সেবা ফাউন্ডেশনকে ২৬ লক্ষ টাকা চেক প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাফেজ্জী হুজুর রহ.সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা, মুহাম্মদ মীকাইল করীম বলেন, যতোদিন পর্যন্ত গাজার সংকট নিরসন না হবে, ততোদিন গাজায় আমাদের কার্যক্রম চলমান থাকবে। সার্বিক সেবা ও সহযোগিতার লক্ষ্যে বর্তমানে গাজাবাসীর জন্য প্রচুর পরিমাণে খাবার, পানি, চিকিৎসা ও তাঁবু প্রয়োজন।তাই সকালের সহায়তা প্রয়োজন।
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রজীবুল হক বলেন বাংলাদেশিদের উদ্যোগে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজার মানুষের জন্য তাবো নির্মাণ , সৌর বিদ্যুতের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা হচ্ছে ,চিকিৎসা ব্যবস্থা, গৃহ ও মসজিদ নির্মাণ এবং অভুক্ত ফিলিস্তিনিদের জন্য কুরবানীর জন্য ব্যবস্থা করা হচ্ছে। আপনাদের সাহায্য সহযোগিতা অনুদান মোহাম্মদপুরের সামাজিক সংস্থা হাফেজী হুজুর রহ : সেবা ফাউন্ডেশন ,এসব সাহায্য সামগ্রী পেয়ে বাংলাদেশের জন্য দোয়াও করছেন ফিলিস্তিনের নির্যাতিত মানুষেরা।
মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, ইসায়েলি হামলার শুরু থেকেই ফিলিস্তিনের এই অভুক্ত মানুষদের পাশে সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করে আসছে বাংলাদেশের কয়েকটি সমাজসেবী সংস্থা তার মধ্যে হাফেজ্জী হুজুর রহ : সেবা ফাউন্ডেশন অন্যতম , এই সংগঠন প্রতিদিন গাজায় রান্না করা খাবার খাওয়াচ্ছে প্রায় হাজার মানুষ। সেই খাবার গাজার খান ইউনুস, ২দেইর আল বালাহ,মাওয়াসি কারারা, উত্তর গাজাসহ বিভিন্ন বিধ্বস্ত এলাকায় পৌঁছে দেন স্বেচ্ছ্বাসেবকরা। যা পেয়ে আনন্দে আত্মহারা ইসরায়েলি আগ্রাসনের শিকার এই মানুষেরা।
উক্ত আলোচনা সভায় দোয়া পরিচালনা করেন খতীব মাওলানা আমীর হামজা , উপস্থিত ছিলেন হাফেজ্জী হুজুর রহ.সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা, মুহাম্মদ মীকাইল করীম, ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রজীবুল হক। সাধারণ সম্পাদক, মাওলানা কাউসার আহমাদ সোহাইল। যুগ্ম সাধারণ সম্পাদক, মুহাম্মদ ইফতেখারুল হক,মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ তোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহতারাম ইস্কান্দার আলী অর্থ সম্পাদক মুহাম্মদ মনসুর আহমাদ,উপদেষ্টা, মুহাম্মদ শাহ আলম- মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।