মোঃ জিহান বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জলদাস পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি গোপন স্থানে রাখা বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির উপকরণ এবং সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, “এলাকাটিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় মদ উৎপাদন ও বিক্রি চলছিল। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে আজকের অভিযান চালানো হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
স্থানীয়রা জানান, জলদাস পাড়ায় কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপনে মদ তৈরি ও বিক্রি করে আসছিল, যা এলাকার তরুণ সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলছিল।
এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।