মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর:
শেরপুরের গারো পাহাড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষে স্থানীয়দের বিক্ষোভ চলাকালে উপদেষ্টা রিজওয়ানা হাসানের গাড়ি বহরের সাথে থাকা সাংবাদিকদের উপর হামলা চালানো হয়েছে। এসময় অন্তত ছয় সাংবাদিক আহত হয়েছেন। ২৬ মে দুপুরে নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের দাওধারায় এ ঘটনায় ঘটেছে। সরকারের বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ২৬ মে নালিতাবাড়ীর দাওধারায় উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তাবিত পিকনিক স্পট পরিদর্শনে আসেন। এসময় বনে দেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগ, অবৈধ বন দখল,পাথর ও বালু উত্তোলন নিয়ে প্রশ্ন করায় স্থায়ীয় দখলদারের লোকজন সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়। এছাড়াও দাওদারা পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষ-বিপক্ষে লোকজন কথা বলতে থাকেন।যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।সাংবাদিকদের ওপর আক্রমণ চালিয়ে ছয় সাংবাদিককে আহত করেন। এসময় এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ,বাংলা টিভির নাইম ইসলাম,বৈশাখী টিভির বিপ্লব দে কেটু,সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলাদেশের খবরের শাকিরসহ ছয়জন আহত হয়। এসময় সাংবাদিক সৌরভকে উপদেষ্টার গাড়িতে তুলে নিলে উপদেষ্টার গাড়ির উপরও চড়াও হয় তারা। পরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।