1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ট্টগ্রাম জেলার আট উপজেলা থেকে উদ্ধার কৃর্ত 51টি মোবাইল মালিকদের হস্তান্তর - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাকিমপুরে কৃষি প্রনোদনা ও পুর্নবাসন কর্মসূচির শুভ উদ্বোধন গাইবান্ধায় জাসাসের কর্মীসভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ আয়োজনে পেশাগত দক্ষতা বৃদ্ধির কর্মশালা আসামে কামাখ্যা মন্দিরে হারিয়ে যাওয়া বৃদ্ধা কে বাড়ী খুঁজে দিতে গঙ্গাসাগরে নিয়ে হ্যাম রেডিও কাছে হস্তান্তর লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেল রামপালের ৫ হাজার চক্ষু রোগী বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ জন ছাত্র উদ্ধার; বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্য আটক গাইবান্ধায় সেরা কণ্ঠশিল্পীর অন্বেষণে প্রথম দিনে ১৪ জন পেলেন ‘ইয়েস কার্ড ধারাবাহিক নিয়মে চাঁন্দগাও থানায় চলছে অভিযান কালিগঞ্জে বিষ্ণুপুর ২ লক্ষ টাকার শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ

ট্টগ্রাম জেলার আট উপজেলা থেকে উদ্ধার কৃর্ত 51টি মোবাইল মালিকদের হস্তান্তর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৫১টি মোবাইল উদ্ধার ও প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।
জননিরাপত্তা ও জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে অহর্নিশ কাজ করে যাচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ।
পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক চট্টগ্রাম জেলার ১৭টি থানা এলাকার মোবাইল হারানো জিডি পর্যালোচনা করে ইতোমধ্যে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা হতে ৫১টি এনড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রাউজান থানার ১৩ টি, লোহাগাড়া থানার ৭টি, রাঙ্গুনীয়া থানার ৯টি, আনোয়ারা থানার ৬টি, চন্দনাইশ থানার ২টি, দক্ষিণ রাঙ্গুনীয়া থানার ৭টি এবং জোরারগঞ্জ থানার ৭টি মোবাইল ফোন রয়েছে। প্রকৃত মালিকগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং জেলা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মোবাইল ফোন গুলো উদ্ধার করতে গিয়ে জানা যায়, অনেকেই অনলাইন প্লাটফর্মে বিভিন্ন ওয়েব সাইট, ফেসবুক পেজ, টেলিগ্রাম, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারিত হয়ে ভুয়া আইএমইআই নম্বর লেখা রশিদসহ মোবাইল ফোনগুলো ক্রয় করেছেন। এক্ষেত্রে নির্দিষ্ট অফিসিয়াল শো-রুম অথবা ভেরিফাইড মোবাইল মার্কেট থেকে মোবাইল ফোন ক্রয় করা যেতে পারে এবং পুরাতন মোবাইল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই বিক্রেতার এনআইডি, মোবাইল ফোনের বক্স, ক্রয় রশিদ এবং আইএমইআই যাচাই করে ক্রয় করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ থানায় জিডি করবেন। কারন অপরাধিরা হারিয়ে যাওয়া মোবাইল দিয়ে যে কোনো অপরাধ করলে তার দায়-দায়িত্ব মোবাইলের প্রকৃত মালিকের উপর বর্তাবে। এক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার, ক্রয়-বিক্রয় ও হস্তান্তরের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতারের পাশাপাশি হারানো বা চুরি হওয়া মোবাইল উদ্ধারজনিত কার্যক্রম অব্যহত থাকবে।

জননিরাপত্তায় সদা জাগ্রত চট্টগ্রাম জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি