মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার বানিয়ারজান এলাকায় এক নারী প্রতিবেশীর হুমকি ও গালিগালাজে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৫১৩) করেছেন।
ভুক্তভোগী মোছাঃ জোহরা বেগম (৪২) অভিযোগ করে জানান, একই এলাকার মোঃ ইউসুফ আলী (৫০) দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হুমকি ও গালিগালাজ করে আসছেন। সর্বশেষ গত ৩০ জুন সন্ধ্যায় ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে ইউসুফ আলী তার পথরোধ করে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে আক্রমণাত্মক আচরণ করেন।
জোহরা বেগম বলেন, “আমি প্রতিবাদ করলে সে আমাকে মারধরের হুমকি দেয়। বলে, যেখানে পাবো, সেখানেই মারব। মিথ্যা মামলা দিয়ে সর্বনাশ করে ছাড়বে।”
নিজের ও পরিবারের নিরাপত্তা বিবেচনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।