1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শেষ দিনে পুরস্কার বিতরণী ও টলিউডের দুই তারকা প্রসেনজিৎ ও ঋতুপর্ণা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাকিমপুরে কৃষি প্রনোদনা ও পুর্নবাসন কর্মসূচির শুভ উদ্বোধন গাইবান্ধায় জাসাসের কর্মীসভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ আয়োজনে পেশাগত দক্ষতা বৃদ্ধির কর্মশালা আসামে কামাখ্যা মন্দিরে হারিয়ে যাওয়া বৃদ্ধা কে বাড়ী খুঁজে দিতে গঙ্গাসাগরে নিয়ে হ্যাম রেডিও কাছে হস্তান্তর লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেল রামপালের ৫ হাজার চক্ষু রোগী বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ জন ছাত্র উদ্ধার; বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্য আটক গাইবান্ধায় সেরা কণ্ঠশিল্পীর অন্বেষণে প্রথম দিনে ১৪ জন পেলেন ‘ইয়েস কার্ড ধারাবাহিক নিয়মে চাঁন্দগাও থানায় চলছে অভিযান কালিগঞ্জে বিষ্ণুপুর ২ লক্ষ টাকার শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ

বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শেষ দিনে পুরস্কার বিতরণী ও টলিউডের দুই তারকা প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

আজ ২৫ শে মে রবিবার, ঠিক বিকেল পাঁচটায়, কলকাতার সত্যজিৎ রায় টেলিভিশন ইনস্টিটিউটের প্রিভিয়ার অডিটোরিয়ামে , ২৩শে মে থেকে ২৫ শে মে পর্যন্ত যে বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ শুরু হয়েছিল, আজ তার শেষ দিন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অভিনেতা মনোজ মিত্র, পরিচালক দেবকী কুমার বোস ও দেব কুমার বোসকে শ্রদ্ধাঞ্জলি এবং তাহার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজকের শেষ দিনে মঞ্চে উপস্থিত ছিলেন, টলিউডের দুই তারকা, অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী, অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্ত, উপস্থিত ছিলেন অভিনেতা প্রদীপ ভট্টাচার্য, অভিনেত্রী রায় এবং জগদ্ধাত্রী সিরিয়াল খ্যাত প্রেমা এছাড়া উপস্থিত ছিলেন অভিনেত্রী পিংকি ভট্টাচার্য সহ অন্যান্যরা, উপস্থিত ছিলেন বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের চিফ পেট্রন রাজীব শীল, উদ্যোক্তা প্রীতম সরকার, বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর ডিরেক্টর নুপুর রায় এবং টুডে স্টোরীর কর্ণধার বিপ্লব চক্রবর্তী।

আজকের মঞ্চে যে সকল তারকারা উপস্থিত হয়েছিলেন, তাদেরকে উত্তরীয় পরিয়ে একটি করে স্মারক হাতে তুলে দেন এবং মোবাইল কোম্পানীর তরফ থেকে প্রত্যেককে একটি করে মোবাইল গিফট করেন।

আজ এই মঞ্চ থেকেই ডক্টর ও বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের চিফ পেট্রোল রাজিব সিলেট একটি ওয়েব পেজও লঞ্চ করেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির হাত ধরে।

বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ শুরু হয় ২৩শে মে, আজ ২৫ শে মে শেষ দিন, এই শর্ট ফিল্মে স্থান পেয়েছিল ৫০টি শর্ট ফিল্ম, তাহার মধ্য থেকে ২১ টি শর্ট ফিল্ম দেখানোর সুযোগ হয়, এই ২১ টি শর্ট ফিল্ম থেকে তিন দিনে আটটি শর্ট ফিল্ম কে বেছে নেন, এবং তাহাদেরকে পরবর্তী শর্ট ফিল্ম তৈরির জন্য সমস্ত সুযোগ সুবিধা দেন উদ্যোক্তারা , যে তিনটি শর্ট ফিল্ম সেরা হিসেবে বিবেচিত হয়, প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান তাহাদের হাতে নগদ পুরস্কার তুলে দেন অভিনেতা মনোজ মিত্র পরিচালক দেবকী কুমার বোস ও দেব কুমার বোসের স্মৃতির উদ্দেশ্যে, বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে যে সকল ডিরেক্টারদের ৫০ টি ছবি মনোনীত হয়, তিনটি সেরা ছবি ছাড়া, সকল ডিরেক্টরদের মঞ্চে উত্তরীয় পরিয়ে স্মারক দিয়ে সম্মানিত করেন,

টলিউডের দুই নক্ষত্র অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী এবং ঋতুপর্ণ সেনগুপ্ত অনুষ্ঠান মঞ্চে এবং সাংবাদিকদের মুখোমুখি হলে, একটি কথায় বারবার বলেন, এরকম একটি উদ্যোগী আমরা সাধুবাদ জানাই, ইন্ডাস্ট্রিজে নতুন পরিচালক ও ডিরেক্টরের বাড়বে, অনেক নতুন ছোট বড় ছবি তৈরি হবে, আমরা সব সময় বড় ছবিতে অভিনয় করেছি, কিন্তু ইদানিং দেখা যায় এত সুন্দর সুন্দর ছোট ছোট ফিল্ম তৈরি হচ্ছে, যাদের গল্পগুলো খুবই ভালো, সিনেমাপ্রেমীরা খাচ্ছে সেই সকল ছবি, আমাদেরকে যখন উদ্যোক্তারা বলতে যান আমরা এককথায় হ্যাঁ করেছিলাম, কারন আমরা চাই এই সকল উদ্যোক্তাদের মধ্য দিয়ে নতুন নতুন ছবি তৈরি হোক এবং সেগুলি মানুষের সামনে উঠে আসুক।

সর্বশেষে উদ্যোক্তা ডক্টর রাজীব শীল, প্রীতম সরকার ও নূপুর রায় বলেন, আমরা সত্যিই কৃতজ্ঞ, আমাদের ডাকে সবাই সাড়া দিয়েছে এবং মঞ্চে উপস্থিত হয়েছেন।, সবার সহযোগিতা না থাকলে এই কয়েকদিনের মধ্যে এরকম একটি ফেস্টিভ্যাল করা সম্ভব হতো না। আমরা কৃতজ্ঞতা জানাবো সকল দর্শক বন্ধুদের ও সিনেমা ও সিরিয়াল প্রেমীদের এবং নতুন নতুন ডিরেক্টর ও পরিচালকদের, যেভাবে আমাদের পাশে তিনদিন ধরে থেকেছেন, উপভোগ করেছেন, এবং আমাদেরকে এগিয়ে চলার শাহস যোগিয়েছেন।, আগামী দিনে আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করব। এবং যারা অংশগ্রহণ করতে পারেননি এই ফিল্ম ফেস্টিভ্যালে , তাহাদের সুযোগ দেয়ার চেষ্টা করব , কৃতজ্ঞতা জানাবো মিডিয়া বন্ধুদের যেভাবে পাশে রয়েছেন, এছাড়াও কৃতজ্ঞতা জানাবো আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল সহযোগীদের দিনরাতকে এক করে আমাদের পাশে ছিলেন।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি