কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
ভ্রমণ পিপাসুদের কথা মাথায় রেখে এবং গভীর সুন্দর বন এলাকার সাধারণ মানুষের দাবীতে আজ নতুন রূপে পাখিরালয়ের শুভ উদ্বোধন করা হয়। এবং কয়েক কোটি টাকা ব্যয়ে এই নবনির্মিত ভবন টির দ্বাল উদঘাটন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের চেয়ারম্যান শ্রীমতী নিলিমা দেবী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন বোর্ড কর্মধক্ষ্য শ্রী জয়ন্ত ভদ্র ও ভূমি ও বন দফতরের কর্মধক্ষ্য মুক্তার সেখ এবং ভারতের লোকসভার সদস্য ও মথুরাপুর লোকসভা র এম পি বাপি হালদার এবং জেলা পরিষদ এর কর্মধক্ষ্য হাসনা বানু এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসক শ্রী সুমিত গুপ্ত আই এ এস এছাড়া অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা পরিষদের সদস্য ও গোসবা ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান ও সদস্যরা। এই প্রকল্পের আওতায় আনা হয়েছে কয়েক লাখ মানুষের। এখান থেকে গভীর সুন্দর বনের মধ্যে যাতায়াতের সুবিধার্থে এই নতুন প্রকল্পের কাজে হাত দেওয়া হয়েছে। সাথে সাথেই সুন্দর বনে ঘুরতে যাওয়া সাধারণ পর্যটকদের জন্য এবং সাধারণ মানুষের সুবিধা হবে।।
তারিখ 27/05/2025, মঙ্গলবার দুপুর।