মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
ক্ষুদ্র নৃগোষ্ঠি নয়, আদিবাসী পরিচয়ের স্বীকৃতি চাই—প্রধান দাবি অংশগ্রহণকারীদের
গাইবান্ধায় আজ অনুষ্ঠিত হলো ‘আদিবাসী-বাঙালি যুব মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসব’। স্থানীয় আদিবাসী ও বাঙালি যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশগ্রহণকারীরা নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন।
উৎসবের প্রধান প্রতিপাদ্য ছিল—“ক্ষুদ্র নৃগোষ্ঠি নয়, আদিবাসী পরিচয়ের স্বীকৃতি চাই”। বক্তারা বলেন, “আমরা বাঙালি নই, আমরা আদিবাসী। আমাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারা আলাদা। আমাদের সংবিধানে প্রকৃত আদিবাসী পরিচয়ের স্বীকৃতি দিতে হবে।”
অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি, পুঁথি পাঠ ও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন ছিল। অংশগ্রহণকারীদের পরণে ছিল তাদের নিজস্ব জাতিগত পোশাক, যা পুরো উৎসবজুড়ে বৈচিত্র্য ও সৌন্দর্যের ছোঁয়া এনে দেয়।
বক্তব্য দেন স্থানীয় আদিবাসী নেতা, সাংস্কৃতিক কর্মী এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা আদিবাসীদের ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও রাজনৈতিক স্বীকৃতির দিকেও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে একটি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে যুব সমাজ প্ল্যাকার্ড হাতে তুলে ধরে তাদের মূল দাবিটি পুনর্ব্যক্ত করে—
“আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠি নই, আমরা আদিবাসী। আমাদের প্রাপ্য মর্যাদা ও স্বীকৃতি চাই