মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা র্যাব-১৩ এর চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন মডার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে ৯৪০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টা ৩০ মিনিটে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রানা মিয়া (২৩)। তিনি রংপুর জেলার বদরগঞ্জ থানার সাকুয়াপাড়া গ্রামের মোঃ আজাহারুল ইসলামের পুত্র।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।