1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
হিলি স্থলবন্দরে উন্নয়নের নামে কোটি কোটি টাকা শোষণ করা হয়েছে- সারজিস আলম - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
মধুপুর বখাটে শিক্ষকের প্রেমের প্রতারণায় শিক্ষিকার মৃত্যু,বিচারের দাবিতে মানববন্ধন শফিকুল ইসলাম মাস্টারের নির্যাতনময় সংগ্রামী জীবনের প্রতি পাঁচবিবি বাসীর কৃতজ্ঞতা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে ৪ কোটি টাকার উন্নয়ন কাজে ব্যাপক হরিলুটের অভিযোগ ‎উল্লাপাড়া কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুর্তজা আলীর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ‘ক’ জোনের মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলার মুরাদিয়াতে ছেলের হাতে মা লাঞ্চিত সিংড়ায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ গোপালগঞ্জে মুখী ষ্টার এক্সপ্রেস বাস ও কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভার গুরুতর আহত পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুতে ক্ষোভ এলাকাবাসী সাবেক এমপি জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

হিলি স্থলবন্দরে উন্নয়নের নামে কোটি কোটি টাকা শোষণ করা হয়েছে- সারজিস আলম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

 

কৌশিক চৌধুরী  হিলি প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠন সারজিস আলম বলেছেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর। এখান থেকে কোটি কোটি টাকা রাজস্ব আহরণ হলেও এখানকার রাস্তা ঘাটের বেহাল অবস্থা কেন? হিলির রাস্তা হবে দেশের সেরা রাস্তা অথচ হিলি রাস্তায় গাড়িতে চড়লে পাকস্থলী একার উঠে বুকে একবার নিচে। গাড়ির চাকা একবার ডানে যায় তো একবার বামে। এতো বড় মাপের একটি স্থলবন্দরের স্টেশনে আন্তঃনগর ট্রেন দাঁড়ায় না। বিগত দিনে হিলির উন্নয়নের জন্য যতটুকু বরাদ্দ চিলো সেটি দেওয়া হয়েছে কি না। গত ১৭ বছর উন্নয়নের জোয়াড়ে ভাসচ্ছে বাংলাদেশ ডায়লগ দিয়ে হিলি স্থলবন্দরের উন্নয়নের নামে কোটি কোটি টাকা শোষন করা হয়েছে। আমরা আপনাদের অভাব ও না পাওয়ার কথাগুলো শুনতে এবং সচক্ষে দেখার জন্য জেলায় জেলায় আমাদের এই সফর। হিলি স্থলবন্দরে হাজার হাজার শ্রমিক কাজ করে। শ্রমিকরা তাদের ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না কি সিন্ডিকেটের কবলে বন্ধি আছে সেগুলো জানার জন্য আমাদের এই সফর। আপনারা আপনাদের জায়গা থেকে হিলি স্থলবন্দর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাট, স্টেশনে ট্রেন দাঁড়ানো, হাসাপাতালে চিকিৎসক সংকট ও শ্রমিকরা কোন সিন্ডিকেটের কবলে জিম্মি আছে কি না। লিখিত আকারে উপস্থাপন করুন। আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের দ্বায়িত্ব প্রাপ্তদের সাথে দেখা করে এবং কথা বলে হিলির সকল সমস্যা সমাধান করা হবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে পথসভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে মার্কা দেখে নয়, ভাল মানুষকে সমর্থন দিবেন। কোন ব্যাক্তি বা দলের অন্ধভক্ত হওয়ার প্রয়োজন নেই।

আগামী দিনে দেশ ও আপনার এলাকায় কারা নেতৃত্ব দেবে সেই ভাল মানুষকে বেছে নিতে হবে। খারাপ মানুষ গুলোকে বর্জন করতে হবে। তাহলে দেখবেন আমাদের নতুন বাংলাদেশ ভালো মানুষের হাতে চলে গেছে। আবার পুনরায় যদি খারাপ মানুষ গুলোকে নেতৃত্ব দেওয়ার জন্য চেছে নেন তাহলে জুলাই গণ-অভ্যুত্থানের কোন মূল্য থাকবে। ভালো মানুষ যে দলের হোক বেচে নিবেন। আপনাদের যদি এনসিপির নেতাদের ভালো মনে হয় তাহলে এনসিপিকে বেঁছে নিবেন। আর ভালো না হলে বাদ দিয়ে দিবেন। আমাদের দলের কেউ যদি অন্যায় করে থাকলে তাকে মুখের উপর বলে দিবেন। শুধু বলবো ভালো মানুষ চাই, দেশ পরিচালনার জন্য।

তিনি আরো বলেন, খুনি হাসিনাসহ ফ্যাসিস্ট সরকারের চেয়ে বড় দূর্নীতিবাজ ও শোষক বাংলার মাটিতে কেউ ছিলো না। আমরা ঐক্যবদ্ধ হওয়ার পরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তারা। আমরা আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেখতে চাই। মা-বোনদের আগলে রাখতে বলে আহবান জানান সারজিস আলম।

এনসিপির এই মূখ্য সংগঠন আরো বলেন, নেতা হতে বড় কোন ডিগ্রি বা সার্টিফিকেট লাগে না। দরকার হয় সাধারণ মানুষের ভাষা বুঝতে এবং শ্রমিকদের দুঃখ কষ্ট বুঝতে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ।

সারজিস সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চলুন আমরা একসাথে, হাতে হাত রেখে, এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামই হবে রাজনীতির অন্যতম লক্ষ্য। যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথচলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার! আশা করি, এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা আপনাদের পাশে পাবো।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড.আতিক মুজাহিদ উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, আবু সাঈদ লিওন, মিথুন আলী নাছের খান, তানভীর রেজা তন্ময় সহ দিনাজপুর জেলা ও হাকিমপুর উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি