1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
উপজেলা সমাজসেবার সেমিনারে দিনাজপুর সদর ইউএনও বোরহান উদ্দিন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি’র আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত শফিকুল ইসলাম শফিক ঢাকা মহানগর উত্তর জাসাস-এর যুগ্ম আহ্বায়ক নিযুক্ত মধুপুর বখাটে শিক্ষকের প্রেমের প্রতারণায় শিক্ষিকার মৃত্যু,বিচারের দাবিতে মানববন্ধন শফিকুল ইসলাম মাস্টারের নির্যাতনময় সংগ্রামী জীবনের প্রতি পাঁচবিবি বাসীর কৃতজ্ঞতা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে ৪ কোটি টাকার উন্নয়ন কাজে ব্যাপক হরিলুটের অভিযোগ ‎উল্লাপাড়া কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুর্তজা আলীর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ‘ক’ জোনের মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলার মুরাদিয়াতে ছেলের হাতে মা লাঞ্চিত সিংড়ায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ গোপালগঞ্জে মুখী ষ্টার এক্সপ্রেস বাস ও কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভার গুরুতর আহত

উপজেলা সমাজসেবার সেমিনারে দিনাজপুর সদর ইউএনও বোরহান উদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

 

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

২৭ মে মঙ্গলবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্প (২য় ফেইস) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন। সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক উপ-সচিব মোছাঃ জিলুফা সুলতানা জুম প্লাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আজাদ এর সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন সমাজসেবা সদর কার্যালয় ঢাকা হতে আগত সমাজসেবা অফিসার মোঃ মফিজ শরিফ। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা পাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহিনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নাজিফা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নাইমুর রহমান, প্রতিবন্ধী নেতা মোঃ আশ্রাফ আলম, শশরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর আনাফ প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন বলেন, দেশের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর মানুষকে অর্থনৈতির মূল স্রোতে আনতে হবে। তা না হলে আমাদের অর্থনীতি অর্থবহ ও টেকশই হবে না। উপ-সচিব মোছাঃ জিলুফা সুলতানা বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রান্তি জনগোষ্ঠির প্রতিটি সদস্যদের মাঝে ১৮ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। এছাড়া তাদের তৈরী করা পণ্যের জন্য আমরা বাজারজাত করার সহযোগিতা করব। মূল প্রবন্ধী পাঠ করতে গিয়ে মোঃ নাফিজ শরিফ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে প্রশিক্ষণ যথেষ্ঠ অবদান রাখবে। দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন বলেন, প্রান্তি পেশাজীবী জনগোষ্ঠীর মধ্যে বেদে, স্বর্ণকার,কাঠমিস্ত্রী, কামার, কুমার, বাঁশ ও বেত প্রস্তুতকারী পরিবার ও নাপিতসহ ১০টি প্রান্তিক পরিবারের সদস্যদের দারিদ্র সীমা থেকে বের করে আনতে পারলে তাদের অর্থনৈতিক মুক্তি আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি