কামরুল ইসলাম চট্টগ্রাম
আসন্ন ঈদুল আযাহা তথা পবিত্র কোরবানি উপলক্ষ্যে চান্দগাঁও থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশ চট্রমেট্র চান্দগাঁও থানার তত্ত্বাবধানে ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এলাকায় জনসচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছেন চান্দগাঁও থানার সাহসী ও চৌকষ ধার্মিক অফিসার ইনচার্জ ওসি আফতাব ।
কোরবানির পশু ক্রয়, যাতায়াত ও কোরবানি সম্পাদনের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সকল আইনশৃঙ্খলা বাহিনীও নিয়মিত টহল দিচ্ছেন। পাশাপাশি পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভোক্তাদের নিরাপদ লেনদেন নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
চান্দগাঁও থানার এক পুলিশ অফিসার জানান, চান্দগাঁও থানার এলাকাবাসীর সুবিধার্থে নির্ধারিত স্থানেই কোরবানি দেওয়ার অনুরোধ করেছেন চান্দগাঁও থানার পুলিশ অফিসার ইনচার্জ আফতাব। পশু জবাই ও বর্জ্য ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখতে আমাদের স্যার পুলিশ অফিসার ইনচার্জ আফতাব বিশেষ টিম গঠন করেছেন।”
এছাড়াও, ঈদের নামাজ আদায়ের জন্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন ও উন্মুক্ত স্থান নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, চট্টমেট্র এলাকায় প্রতিবছর কোরবানির সময় সামগ্রিক শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় তৎপরতা প্রশংসনীয় ভূমিকা পালন করে থাকে চান্দগাঁও থানার পুলিশ ।