1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
দীর্ঘদিনর অবহেলার অবসান গাবতলীতে শুরু হলো সলিং রাস্তার কাজ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাকিমপুরে কৃষি প্রনোদনা ও পুর্নবাসন কর্মসূচির শুভ উদ্বোধন গাইবান্ধায় জাসাসের কর্মীসভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ আয়োজনে পেশাগত দক্ষতা বৃদ্ধির কর্মশালা আসামে কামাখ্যা মন্দিরে হারিয়ে যাওয়া বৃদ্ধা কে বাড়ী খুঁজে দিতে গঙ্গাসাগরে নিয়ে হ্যাম রেডিও কাছে হস্তান্তর লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেল রামপালের ৫ হাজার চক্ষু রোগী বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ জন ছাত্র উদ্ধার; বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্য আটক গাইবান্ধায় সেরা কণ্ঠশিল্পীর অন্বেষণে প্রথম দিনে ১৪ জন পেলেন ‘ইয়েস কার্ড ধারাবাহিক নিয়মে চাঁন্দগাও থানায় চলছে অভিযান কালিগঞ্জে বিষ্ণুপুর ২ লক্ষ টাকার শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ

দীর্ঘদিনর অবহেলার অবসান গাবতলীতে শুরু হলো সলিং রাস্তার কাজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

মোঃ মিনারুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ঃ
বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর বাঙালপাড়া শোটা পীর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় অভিমুখী ইট সলিং রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘কাবিখা-কাবিটা উন্নয়ন সহায়তা প্রকল্পের’ আওতায় প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।

দীর্ঘদিন অবহেলিত এ রাস্তাটি বর্ষা মৌসুমে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ত। ফলে চরম দুর্ভোগ পোহাতে হতো স্কুলগামী শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ এলাকাবাসীকে। বিশেষ করে কৃষ্ণচন্দ্রপুর, বাঙালপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ প্রতিনিয়ত এই রাস্তাটি ব্যবহার করে থাকেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মমিনুল হাসান মোমিন। তিনি বলেন, “বিএনপি জনগণের দল। ক্ষমতায় এলে প্রত্যন্ত গ্রামের প্রতিটি মানুষ যেন মৌলিক সেবা পায়, তা নিশ্চিত করাই হবে আমাদের লক্ষ্য। প্রতিটি গ্রামে উন্নয়ন দৃশ্যমান হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের খন্দকার। তিনি বলেন, “দক্ষিণপাড়া ইউনিয়ন গাবতলীর সবচেয়ে অবহেলিত একটি ইউনিয়ন। আওয়ামী সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে এখানে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় এলে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে।”

দক্ষিণপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু তালেব মিঠু জানান, “এই রাস্তাটি বহুদিন ধরেই অবহেলিত ছিল। জনপ্রতিনিধিদের দৃষ্টির আড়ালে থাকায় দীর্ঘদিন এলাকাবাসী কষ্ট ভোগ করেছে। সচিবালয়ের বিশেষ বরাদ্দ এনে আমরা এই উন্নয়ন কাজটি শুরু করতে পেরেছি। এটি বাস্তবায়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুহু আলম সরদার ,সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান হান্না, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সানোয়ার হোসেন,ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান শুভসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার উন্নয়ন সম্পন্ন হলে তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিকাজে ব্যাপকভাবে উপকৃত হবেন এবং সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি