1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
মোরেলগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি’র আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত শফিকুল ইসলাম শফিক ঢাকা মহানগর উত্তর জাসাস-এর যুগ্ম আহ্বায়ক নিযুক্ত মধুপুর বখাটে শিক্ষকের প্রেমের প্রতারণায় শিক্ষিকার মৃত্যু,বিচারের দাবিতে মানববন্ধন শফিকুল ইসলাম মাস্টারের নির্যাতনময় সংগ্রামী জীবনের প্রতি পাঁচবিবি বাসীর কৃতজ্ঞতা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে ৪ কোটি টাকার উন্নয়ন কাজে ব্যাপক হরিলুটের অভিযোগ ‎উল্লাপাড়া কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুর্তজা আলীর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ‘ক’ জোনের মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলার মুরাদিয়াতে ছেলের হাতে মা লাঞ্চিত সিংড়ায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ গোপালগঞ্জে মুখী ষ্টার এক্সপ্রেস বাস ও কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভার গুরুতর আহত

মোরেলগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

 

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্র ঘোষিত সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলার মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান।
বুধবার, ২৮ মে বিকাল ৪টায় মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় নেতাকর্মী ও সমর্থকদের মিলনমেলায়। শতাধিক দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সমর্থকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাগেরহাট-০৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী জননেতা কাজী খায়রুজ্জামান শিপন। তিনি নিজেও সদস্য ফর্ম পূরণ করে কর্মসূচির সূচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ আঃ জব্বার মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল হক বাবুল, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক (দপ্তর) ফকির রাসেল আল ইসলাম।এছাড়া আরও উপস্থিত ছিলেন—
ডা. শফিকুল ইসলাম,মঞ্জুরুল করিম এনায়েত,নাজমুল আহসান শিমুল গাজী,মধু তালুকদার,আফজাল হোসেন জোমাদ্দার,প্রভাষক ফকির রাসেল আল ইসলাম,মতিউর রহমান বাচ্চু,মশিউর রহমান মফিক,ইউনুছ আলী আকন
সাবিনা ইয়াসমিন টুলু এঁরা সবাই সদস্য নবায়ন ফর্ম গ্রহণ ও পূরণ করেন।এর আগে, ২২ মে খুলনা বিভাগীয় বিএনপি কার্যালয়ে সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সেদিনই বাগেরহাট-০৪ আসনের পক্ষে সদস্য ফর্ম গ্রহণ করেন কাজী খায়রুজ্জামান শিপন।সঙ্গে ছিলেন—
খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতবিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিংপ্রথম দিনেই প্রায় ৫০ হাজার সদস্য ফর্ম বিতরণ করা হয়, যা কর্মসূচির ব্যাপকতা প্রকাশ করে।স্থানীয় নেতারা জানিয়েছেন, এ কর্মসূচির মাধ্যমে মোরেলগঞ্জে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি আরও সুসংগঠিত হবে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সদস্য নবায়ন ও সংগ্রহের এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠনে সহায়ক হবে এবং স্থানীয় নেতৃত্ব আরও সক্রিয় হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি