1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
"সোনার কেল্লা"র ৫০ তম বর্ষপূর্তি উদযাপনে, ক্লিকের ৫০ তম ওয়েব সিরিজ, "জয়সলমীর জমজমাট 'এর শুভ সূচনা‌ হলো - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ‘ক’ জোনের মাসিক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুমকি উপজেলার মুরাদিয়াতে ছেলের হাতে মা লাঞ্চিত সিংড়ায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ গোপালগঞ্জে মুখী ষ্টার এক্সপ্রেস বাস ও কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভার গুরুতর আহত পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুতে ক্ষোভ এলাকাবাসী সাবেক এমপি জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল পেকুয়ায় শ্বশুর বাড়িতে স্ত্রী ও নবজাতক শিশুকে দেখতে গিয়ে হামলার শিকার জামাতা নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে এনটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কালীগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেষ্টুনীসহ বৃক্ষ রোপন ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন পটুয়াখালী ভার্সিটিতে, শ্রদ্ধা, স্মরণ ও প্রেরণার আলোকে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন

“সোনার কেল্লা”র ৫০ তম বর্ষপূর্তি উদযাপনে, ক্লিকের ৫০ তম ওয়েব সিরিজ, “জয়সলমীর জমজমাট ‘এর শুভ সূচনা‌ হলো

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

আজ ২৮ শে মে বুধবার, ঠিক দুপুর দুটোয়, সত্যজিৎ রায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউটের অডিটরিয়ামে, ক্লিক আয়োজিত, শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের -“সোনার কেল্লা”র ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে, অর্ণব রিংগো ব্যানার্জী পরিচালিত ,ঐন্দ্রিলা ব্যানার্জী প্রযোজিত এবং রিং আ বেল ফিল্মসের প্রযোজনায়, ক্লিকের ৫০ তম অ্যাডভেঞ্চার থ্রিলার, ওয়েব সিরিজ -“জয়সলমীর জমজমাট” এর শুভ সূচনা হলো , সকল অভিনেতা-অভিনেত্রীর উপস্থিতিতে।

ছবিতে অভিনয় করেছেন…… সব্যসাচী চৌধুরী, মেঘলা দাশগুপ্ত, অভিষেক সিং, দেবতনু, অমৃতা দেবনাথ, শাহির রাজ, দেবাশীষ নাথ, মৌমিতা পাল, রাজদীপ পাল, সৌমিত্র বসু, সৌম্য মুখার্জী, স্বর্ণাভ সাধুখান, ওঙ্কার ভট্টাচার্য, প্রতিক রায়,

গল্প, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা, সঙ্গীত ও পরিচালক অর্ণব রিংগো ব্যানার্জী।
প্রযোজক ঐন্দ্রিলা ব্যানার্জী, সহ পরিচালক প্রতীক রায়, প্রযোজনায় রিং আ বেল ফিল্মস। সংলাপ সব্যসাচী চৌধুরী ও অর্ণব রিংগো ব্যানার্জী। ফোক সংগীত অ্যারেঞ্জমেন্ট ও রচনা শমিক কুন্ডু, সাউন্ড ও ডিজাইনে তীর্থঙ্কর মজুমদার, মেকআপ সঞ্জু হালদার, এক্সিকিউটিভ প্রোডিউসার অলিভিয়া মুখার্জী নস্কর, সরকারি পরিচালক বৃন্দ রা হলেন, ঈশিতা ঘোষ, স্বর্ণাভ সাধুখা ,সৌম্য মুখার্জী ,বিপাশা সরকার এবং গণমাধ্যম প্রচার মার্কেটিংয়ে যিনি সবার পাশে থাকেন, সবাইকে নিয়ে একি ভাবে চলার চেষ্টা করেন রানা বসু ঠাকুর এবং সবাইকে নিয়ে যিনি পঞ্চাশ তম ওয়েব সিরিজ এর শুভ সূচনা করলেন, সবার কাছে প্রিয় হয়ে উঠেছেন- ক্লিক পরিবার।

থর মরুভূমির মাঝে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার থ্রিলার, ক্লিক ওটিটি প্লাটফর্মে, “জয়সলমীর জমজমাট” হল ভর্তি দর্শকের মন জয় করে নিলো, সারা হল উত্তেজনায় মুখর। থাকতে থাকতে হাততালি।

ছবিটির মূল বিষয়, প্রখ্যাত গোয়েন্দা কাহিনী সোনার কেল্লা থেকে অনুপ্রাণিত হয়ে, এক বাঙালি পরিবার জয়সলমীর বেড়াতে যায়। রজত বাবু একজন ব্যাংক ম্যানেজার, সোনার কেল্লা গল্প অবলম্বনে রহস্যময় মুকুলের বাড়ি দেখতে উদগ্ৰীব, সঙ্গে ছিলেন তার স্ত্রী কন্যা ও ছোট পুত্র, কিন্তু ছুটির আনন্দে তাদের মনে কালো ছায়া পড়ে, একটি মাদক দ্রব্যের প্যাকেট হারিয়ে যাওয়ার প্রেক্ষাপটে তারা পড়ে যায় এক ভয়ঙ্কর চক্রের ফাঁদে।, সাথে সাথে পরিবারটি বাঁচার লড়াই নেমে পড়ে, একের পর এক গোপন রহস্য ফাঁস হতে থাকে।

ওখান থেকেই শুরু হয় হল ভর্তি দর্শকদের উৎসাহ ও কিছুটা জানার চেষ্টা, কি ঘটতে চলেছে মরুভূমিতে বেড়াতে এসে, বেঁচে ফিরতে পারবে কিনা, লড়ায়ে কতটা জিততে পারবে, পারবে তো ছেলেকে ফিরিয়ে আনতে, পাঁচ পর্বের শ্বাস রুদ্ধকর অ্যাডভেঞ্চার , জয়সলমীর জমজমাট….. অবশেষে একের পর এক দর্শকের হাততালিতে জয় করে নিল এই ছবি।
ক্লিকের একের পর এক ৫০টি ছবি দর্শককে মুগ্ধ করেছে, তাই ক্লিকের ওটিটি প্লাটফর্মে চোখ রাখুন, দেখতে ভুলবেন না ছবিগুলি।। যাহারা দেখেননি তাহারাও ক্লিক এর ওটিটি প্ল্যাটফর্ম ডাউনলোড করুন।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি