মো: আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:
জামালপুর সদর উপজেলায় ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সকল উদ্যোক্তার উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় সকল উদ্যোক্তার উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে নাসিব জামালপুর জেলা কমিটির সভাপতি এনামুল হক মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) এর কেন্দ্রীয় সংস্কার কমিটির আহ্বায়ক ও ফেমাস কনস্ট্রাকশন ডেভেলপার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মাসুদুর রহমান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনপিও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র রিসার্চ অফিসার মো: রাজু আহমেদ, উন্নয়ন সংঘের পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।
সহযোগিতায়: জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), জামালপুর জেলা শাখা।