মো: আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারী সংগঠনসমূহকে সম্পৃক্ত করা জরুরী”
স্থানঃ এসপিকে হলরুম, তারিখঃ ২৯ মে ২০২৫ রোজ বৃহস্পতিবার বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে “স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারী সংগঠনসমূহকে সম্পৃক্ত করণ জরুরী” শীর্ষক এক আলোচনা সভা আজ এসপিকে হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবতা ফোরামের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জনাব এম এইচ মজনু মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক, সমাজ ও রাজনৈতিক নেতা মোঃ আমির উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা তামাকের ক্ষতিকর প্রভাব ও এর ব্যবহার কমানোর জন্য বেসরকারি সংগঠনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তামাকমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি সমন্বয় অপরিহার্য। এ লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে তামাকের কুফল সম্পর্কে শিক্ষাদান এবং আইনের সঠিক বাস্তবায়নে এনজিও ও স্থানীয় সংগঠনগুলোর সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক। এছাড়াও বক্তব্য রাখেন অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থা-এর নির্বাহী পরিচালক আনিছুর রহমান, বটতলা সিবিও-এর নির্বাহী পরিচালক মোস্তাকিমা, মুক্তজীবন কল্যাণ সংস্থা-এর নির্বাহী পরিচালক মোঃ সামিউল ইসলাম এবং দূর্বার যুব সমাজ উন্নয়ণ সংস্থা-এর নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম।
আলোচনায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ তামাক নিয়ন্ত্রণে সমন্বিত প্রচেষ্টা, তরুণদের সম্পৃক্ততা এবং সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা তামাকের ব্যবহার হ্রাসে সকল স্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে, যার মধ্যে এ আলোচনা সভা ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।