ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
বর্ডার এলাকা থেকে ধাওয়া খেয়ে স্বর্ণ ফেলে ভারতে পালিয়ে যায় চোরাকারবারি হামিদুল; বিজিবি উদ্ধার করেছে ৮ পিস স্বর্ণের বার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৮ পিস স্বর্ণের বার ফেলে পালিয়েছে এক চোরাকারবারি। শুক্রবার (৩০ মে) ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের তৎপরতায় এ স্বর্ণের বার উদ্ধার হয়।
সূত্র জানায়, ভোর রাতে দাইপুকুরিয়া সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এক যুবক। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। ধাওয়া করলে সে সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে বিজিবি ৮টি স্বর্ণের বার উদ্ধার করে, যার ওজন আনুমানিক ৯৩২ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।
উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চাঁপাইনবাবগঞ্জ কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া যুবকের নাম হামিদুল ইসলাম (৩৫), সে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরেই সীমান্ত পথে চোরাচালানে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শহিদুল ইসলাম বলেন,
“আমাদের নিয়মিত টহলের সময় চোরাকারবারি হামিদুলকে ধাওয়া করলে সে স্বর্ণের বার ফেলে পালিয়ে যায়। আমরা তদন্ত করে দেখছি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা।”
বিজিবি জানিয়েছে, এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পলাতক হামিদুলকে আটকের চেষ্টা চলছে।