মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা, ৩০ মে —
গাইবান্ধায় আয়োজিত এক পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “এ পথসভার উদ্দেশ্য জনগণের কথা শোনা, মতবিনিময় করা। এটি কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান নয়।” তিনি জনগণকে আহ্বান জানান, “আপনার এলাকার যিনি ক্লিন ইমেজের ও জনকল্যাণে কাজ করতে আগ্রহী, তাকেই ভোট দিন।”
গোবিন্দগঞ্জ চৌরাস্তায় এনসিপির আয়োজিত পথসভায় তিনি আরও বলেন, “উন্নয়নের স্বার্থে কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলা অত্যন্ত জরুরি। গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মাণে যারা বাধা দেবে, তাদের প্রতিহত করতে হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ওপর জোর দেন এবং সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তিনি হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক অ্যাড. আলী নাসের খান, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা মিতু, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ এবং কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ পথসভা শেষে সারজিস আলম ও অন্যান্য কেন্দ্রীয় নেতারা সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার এনসিপি আয়োজিত সভাগুলোতেও অংশগ্রহণ করেন।