কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ঈদুল জোহা উপলক্ষে সম্প্রতি বার্তা দেওয়া হয়েছে। কারণ এই গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় চল্লিশ হাজার মানুষের বসবাস।এর মধ্যে হিন্দু ও মুসলমানদের বসবাস করছেন। আগামী কয়েক দিন পর মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের মধ্যে ঈদুল জোহা উপলক্ষে কুরবানীর পশু কোরবানি করা হবে। এবং এলাকায় সাধারণ মানুষ যাতে কোন রূপ অসুবিধা না হয় তার জন্য এই এলাকার হিন্দু সম্প্রদায়ের এবং মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের কাছে আহ্বান জানিয়েছেন উস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা। তিনি একদিকে যেমন দক্ষ আইনজীবী, অন্যদিকে এই বৃহত্তম গ্রাম পঞ্চায়েত এলাকার উপপ্রধান। সেই সঙ্গে মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম নেতা। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের সভাপতি ও যুবদলের আইকন ইমরান হাসান মোল্লা। তিনি এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এই বৈঠকে উস্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোস্না দেবী বলেন যে তার এলাকায় সাধারণ মানুষ শান্তি তে বসবাস করছেন। প্রতিবারের মতো এবারও মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ পবিত্র ঈদুল জোহা পালন করবেন। আগে থেকেই তিনি তার গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এই বৈঠকে সম্পত্তি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ডায়মন্ড হারবার জেলা পুলিশের উস্তি থানা র পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন উস্তি থানার সেকেন্ড অফিসার ইনচার্জ শ্রী সুভাশিষ সেনগুপ্ত। সবশেষে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় এবং সাধারণ মানুষের মধ্যে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে সকলের কাছে আবেদন করেছেন মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা।