1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে, অহল্যাবাঈ হোলকর এর ৩০০ তম জন্মবার্ষিকী পালিত হলো - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
শেরপুরের নালিতাবাড়ীতে ৬ বছরের কন্যাশিশু লালসার শিকার চুনতি রেঞ্জ কর্মকর্তা বাহারের লোক দেখানো অভিযান সাঘাটায় মামলা তুলে নিতে বাদী পরিবারকে হত্যার হুমকি অতঃপর ভুক্তভোগী থানায় জিডি কসবায় কলেজে ধর্ষণের ঘটনায়, শুভেন্দু অধিকারী নেতৃত্বে ঝাঁটা হাতে প্রতিবাদ ও ধিক্কার মিছিল রাণীশংকৈলে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পূর্তি উদযাপন রামপাল ও মোংলা ৩ আসনের তারণ্যের প্রতীক হিসেবের শামীমুর রহমান শামীম ভাই নরসিংদীতে ১১ কেজি গাঁজাসহ একজন ও শিবপুরে ৭ জন জুয়ারী গ্রেফতার ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় নারী ধর্ষণের প্রতিবাদে হোসেনপুর কিশোরগঞ্জে বাসদ (মার্কসবাদী) ও নারী মুক্তি কেন্দ্রের মানববন্ধন ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ব্যবস্থা এখনো অপরিবর্তিত: নাহিদ ইসলাম

পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে, অহল্যাবাঈ হোলকর এর ৩০০ তম জন্মবার্ষিকী পালিত হলো

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

 

আজ ৩০ শে মে শুক্রবার, ঠিক বিকেল তিনটায়, ন্যাশনাল লাইব্রেরীর ভাষা ভবনের অডিটোরিয়ামে, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে, পূর্ণ্যশ্লোক রানী অহল্যাবাঈ হোলকর এর ৩০০ তম জন্ম শতবার্ষিকী পালন এবং আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয় রাষ্ট্রীয় সংগঠক ভি সতীশ, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, রুদ্রনীল ঘোষ, তাপস রায়, ইন্দ্রনীল খান, তমগ্ন ঘোষ, মহিলা মোর্চার সর্বাণী পাত্র, ফাল্গুনী, দেবশ্রী , সতীশ ছাড়াও অন্যান্যরা।

অনুষ্ঠানের শুভ সূচনা হয়, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এবং একটি জাতীয় সংগীত এর মধ্য দিয়ে। এরপর মঞ্চে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন।

অনুষ্ঠান সবাই আলোচিত হয়, অহল্যাবাঈ কাজকর্মের ধারাকে সামনে রেখে, তিনি একজন কৃষকের মেয়ে হয়ে কিভাবে দেশের জন্য কাজ করে গিয়েছিলেন তাহার বর্ণনা করেন, তিনি বেশ কিছু আইন প্রণয়ন করে গিয়েছেন ও সুযোগ সুবিধা।

যৌতুক বিরোধী কঠোর আইন প্রণয়ন করেছিলেন।

বিধবাদের সন্তান দত্তক নেওয়ার স্বাধীনতা দিয়েছেন।

নারীদের শিক্ষার অধিকার দিয়েছেন।

নারী ও শিশুদের জন্য বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করে গেছেন।

ভারতের সংস্কৃতিক চেতনা এবং ধর্মীয় ঐতিহ্যের পুনরুজ্জীবনে ঐতিহাসিক অবদান ছিল।।

তিনি ধর্ম বর্ণ এবং লিঙ্গের ঊর্ধ্বে উঠে ,ন্যায় বিচার সেবা এবং কল্যাণকে গুরুত্ব দিয়ে ছিলেন

শৈশব থেকেই তিনি ভগবান শিবের প্রতি গভীর ভক্তি ও ন্যায়বোধ পোষণ করতেন।

প্রায় ৩০ বছরের শাসন আমলে অহল্যাবাঈ এর রাজ্য কখনো দুর্ভিক্ষের মুখোমুখি হয়নি।

বিভিন্ন কাজকর্মের জন্য অহল্যা বাঈ হোলকরকে পূর্ণশ্লোক- উপাধিতে ভূষিত করেছিলেন।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় অতিথিরা, সংক্ষিপ্ত ভাবে বলতে গিয়ে বলেন, ইনিও একজন মহিলা ছিলেন যিনি দেশের জন্য কাজ করতেন, আর আমাদের পশ্চিমবঙ্গে এক মহিলা মন্ত্রী রয়েছেন যিনি কাজের বদলে দেশের দুর্নীতিতে ভরিয়ে তুলেছেন, এই হল দুই মহিলার মধ্যে পার্থক্য, মহিলাদের সম্মান দিতে পারেন না, মহিলাদের সিঁদুর নিয়ে খেলা করেন, মহিলাদের সিটির সিঁদুর মুছে দিতেও দ্বিধা করেন না, আর নমুনা ছাড়া পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে, এমন কি মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের স্ত্রী সিঁদুর ফিরিয়ে দিতে পারেননি। শুধু দুর্নীতিতে ভরিয়ে তুলেছেন সারাদেশ, যোগ্য শিক্ষকদের চাকরি কেরে নিয়েছেন টাকা লুট করেছেন, ডেড বডি নিয়ে রাজনীতি করছেন, এমনকি নেতারা পুলিশ অফিসারের মা ও বউকে অসভ্য ভাষায় কথা বলছেন,তার কোন প্রতিবাদ নেই, পুলিশ মন্ত্রী হয়ে চুপ করে বসে থাকেন, যারা প্রকৃত যোগ্য তাদেরকে লাঠিপেটা করার নির্দেশ দেন, যারা অযোগ্য মস্তান তাদেরকে সাহস যোগান, এর সাথে সাথে বলেন, এখনতো দুষ্কৃতীরা সরকার চালাচ্ছে, উনি বসে বসে দেখেন, তাই যাবার সময় হয়েছে, ২৬ এর ভোটে জনগণ বুঝিয়ে দেবে, যিনি মহিলা হয়ে ৬ মাস থেকে ষাট বছরের মহিলাদের সুরক্ষা দিতে পারেন না, সব জায়গায় দুষ্কৃতীদের আতত ঘর গরে তুলেছেন, দুষ্কৃতিরা ধরা পড়লে তাদের ছাড়িয়া আনার জন্য নিজে দৌড়ানো,

এমনকি দেশের কথা না ভেবে, তিনি পাকিস্তানকে সাপোর্ট করেন, পাকিস্তানি হয়ে কথা বলেন, উনি একজন দেশদ্রোহী,আর হিন্দুদের কোন ঠাসা করে রাখতে চান, আর কিছু পুলিশ অফিসার আছেন আইপিএস থেকে আইএস যারা তেল মাখিয়ে চলেন, কিন্তু একবারও ভাবেননি, যেভাবে অসভ্য ভাষায় বাড়ির লোকেদের বলছেন, বাড়ির পরিবার কতটা মেনে নেবেন, বাড়ি পৌঁছানোর পর কি বলবেন, আর বলেন অন্যায় যে করেছে মাফ চাইতে হবে, মাফ চাইলেই কি সব সমস্যার সমাধান হবে, আমরা ছাড়বো না, উনি আবার প্রধানমন্ত্রী কে চ্যালেঞ্জ করেছেন,এর পরিপ্রেক্ষিতে বলেন, চ্যালেঞ্জ করতে হয় সমান সমান মানুষের সাথে, ক্ষমতা থাকলেই সুমেন্দু অধিকারীর মুখোমুখি ডিবেটে বসুন। দেখতে চায় জনগণ আপনার চ্যালেঞ্জের জোর কতো। তাই পুলিশ মন্ত্রীর অপদার্থটা সবাই ধরে ফেলেছে। আর বেশিদিন গুন্ডা বদমাইশ দিয়ে রাজ্য চলবে না। আর আপনি সহজে আমাদের কাছ থেকে ছাড়া পাবেন না, সবকিছু হিসাব বুঝে নিয়ে তবেই ছাড়বো। আপনি না সাহস দিলে একজন নেতার বলার সাহস হয় কি করে, আপনি তো একের পর এক সকলকে সাহস দিয়ে গেছেন, এইভাবে একের পর এক মুখ্যমন্ত্রীকে তীর বিঁধলেন।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি