মো: মুন্না শেখ বাগেরহাট প্রতিনিধি।
শনিবার সন্ধ্যায় কচুয়া অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানা বিএনপির আহ্বায়ক হাজরা ওবায়দুল ইসলাম পান্না।
প্রধান বক্তা ছিলেন কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শামীম হাসান রাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ—
মোহাম্মদ নাহিদ সরদার, মোহাম্মদ ওবায়দুল হোসেন তিমির, মোঃ রুহুল আমিন শেখ, মোঃ সোহাগ খান এবং সাইফুল মল্লিক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কচুয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল আরমান।
মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরিশেষে উপস্থিত সকলের নিয়ে তাবারক বিতরণ করা হয়।