1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
চান্দগাঁও থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ আটক ১২ জন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ২৯ জুন ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রানু ও সম্পাদক কালাম আজাদ হাইমচর উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে মাইজভাণ্ডারী মানব কল্যাণ সংস্থার নবগঠিত ৪র্থ কার্যকরী  পরিষদের অভিষেক  ও আলোচনা সভা দুমকী কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং এর ৮ সদস্য আটক ‌পানছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালো বিজিবি মুন্সিগঞ্জ আব্দুল্লাহপুরে মহা-উৎসব রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা জোরদার আমরা রাজনীতির নামে ব্যাংক-বীমা খুলে আত্মীয়স্বজনের চাকরি ভাগিয়ে নেইনি- চন্দন চিংড়ি চাষে বিপ্লব আনতে পারে হরিণা চিংড়ি

চান্দগাঁও থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ আটক ১২ জন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম

অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/শাহ জাহান, এএসআই/জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ ইং ০১/০৬/২০২৫ তারিখ রাত ০৩:৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানাধীন কালুরঘাট শ্রমিক দলের অফিস হইতে জুয়া খেলার কিছু তাস ও নগদ ৯২০/- (নয়শত বিশ) টাকা সহ আসামী ০১। মোঃ রাকিব (২৩), পিতা-মোঃ বেলাল, মাতা-নুর নাহার বেগম, সাং-কাজীর হাট, খাসমল, মিলেটারী বাড়ী, ০৩নং ওয়ার্ড, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-মোহরা, খেজুরতলা, নাছের কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ ফরহাদ (২২), পিতা-বাবুল মাঝি, মাতা-মালেকা বেগম, সাং-ফরাজগঞ্জ, সাতানি বাজার, বেজুইত বাড়ী, ৪নং ওয়ার্ড, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-মোহরা, খেজুরতলা, বাদশা কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ রবিউল হাসান @ আরমান (২২), পিতা-মোঃ নুরুল আবছার @বাবুল, মাতা-নার্গিস আক্তার, সাং-মোহরা, খেজুরতলা, কাশেম কন্ট্রাক্টরের বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৪। আব্দুল লতিফ (৩৫), পিতা-আব্দুল হালিম, মাতা-জাহারা বেগম, সাং-উত্তর শিফা, আব্দুল্লাহপুর, গোলা রহমান পানচাইত বাড়ী, ০৩নং ওয়ার্ড, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, বর্তমানে-কালুরঘাট, নাজু হাজীর কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৫। মোঃ সুমন চৌকিদার (৩৫), পিতা-মোঃ নুরুল ইসলাম, মাতা-ফজিলাতুনেচ্ছা, সাং-উত্তর শিফা, আব্দুল্লাহপুর, হাফিন মিয়ার বাড়ী, ০২নং ওয়ার্ড, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, বর্তমানে-কালুরঘাট, নাজু হাজীর কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৬। মোঃ দুলাল (৩৪), পিতা-তোফায়েল মুন্সি, মাতা-সূর্য জাল বিবি, সাং-মাঝের চর, মুন্সি বাড়ী, ৪নং ওয়ার্ড, নজরুল নগর ইউপি, থানা-দক্ষিণ আইচা, জেলা-ভোলা, বর্তমানে-মোহরা, খেজুরতলা, পাঠান পাড়া, রশিদ কোম্পানীর কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৭। মোঃ জাহাঙ্গীর (২৬), পিতা-মৃত নছির মোল্লা, মাতা-নুর জাহান, সাং-রসূলপুল, মোল্লা বাড়ী, ৫নং ওয়ার্ড, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, বর্তমানে-মোহরা, খেজুরতলা, পাঠান পাড়া, জরুনী কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৮। মোঃ মনির হোসেন (৩৫), পিতা-আনিসুল হক, মাতা-রহিমা বেগম, সাং-ওসমাগঞ্জ, দপ্তরি বাড়ী, ৮নং ওয়ার্ড, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, বর্তমানে-মোহরা, খেজুরতলা, পাঠান পাড়া, আজম কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৯। মোঃ রুবেল (৩০), পিতা-মোঃ ছিদ্দিক, মাতা-বিবি ফাতেমা, সাং-মুজিব নগর, সুলতান সর্দার বাড়ী, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, বর্তমানে-মোহরা, খেজুরতলা, পাঠান পাড়া, রশিদ কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ১০। মোঃ জসিম (৩৭), পিতা-মৃত নছির মিয়া, মাতা-জাহানারা বেগম, সাং-রাজাপুর, নছির মিয়ার বাড়ী, থানা-সদর, জেলা-নোয়াখালী, বর্তমানে-মোহরা, ইস্পাহানী জেটি রোড, সুলতান কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ১১। আব্দুল মান্নান (৩০), পিতা-নুরে আলম, মাতা-অজুফা খাতুন, সাং-ওসমাগঞ্জ, বাকরাই বাড়ী, ৮নং ওয়ার্ড, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, বর্তমানে-মোহরা, খেজুরতলা, পাঠান পাড়া, গোরাইনার কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ১২। আব্দুল কালাম আজাদ (৫২), পিতা-মৃত আব্দুল আজিজ, মাতা-মৃত ছালেহা খাতুন, সাং-ওসমাগঞ্জ, দপ্তরি বাড়ী, ৮নং ওয়ার্ড, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, বর্তমানে-মোহরা, খেজুরতলা, পাঠান পাড়া, দেলোয়ার কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় অধর্তব্য মামলা রুজু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি