মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভালুকাবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ভালুকা উপজেলাধীন আহলে বায়াত ও পাক-পাঞ্জাতন অনুসারী মাজার, দরগাহ, দরবার ও খানকা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও ভান্ডাব পাক দরবার শরীফের প্রধান খাদেম পীরে কামেল শাহ সূফি সৈয়দ মজিবুর রহমান চিশতী (নিজামী)।
এক শুভেচ্ছা বাণীতে পীরে কামেল শাহ সূফি সৈয়দ মজিবুর রহমান চিশতী (নিজামী) বলেন, ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির এক অনন্য শিক্ষা নিয়ে আমাদের দ্বারে হাজির হয়। এই পবিত্র দিনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আমরা যেন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াই-এটাই হোক আমাদের মূল ব্রত। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মুসলমানের ঘরে ঘরে। দুঃস্থ,অসহায় গরিব মানুষের প্রতি বিশেষ নজর রাখতে হবে সামর্থ্যবান ব্যক্তিদের। কুরবানীর গোশত যেন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরিশেষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।