1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোবারকবাদ জানালেন মোঃ আশিকুল ইসলাম (আসিক) - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ২৯ জুন ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রানু ও সম্পাদক কালাম আজাদ হাইমচর উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে মাইজভাণ্ডারী মানব কল্যাণ সংস্থার নবগঠিত ৪র্থ কার্যকরী  পরিষদের অভিষেক  ও আলোচনা সভা দুমকী কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং এর ৮ সদস্য আটক ‌পানছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালো বিজিবি মুন্সিগঞ্জ আব্দুল্লাহপুরে মহা-উৎসব রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা জোরদার আমরা রাজনীতির নামে ব্যাংক-বীমা খুলে আত্মীয়স্বজনের চাকরি ভাগিয়ে নেইনি- চন্দন চিংড়ি চাষে বিপ্লব আনতে পারে হরিণা চিংড়ি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোবারকবাদ জানালেন মোঃ আশিকুল ইসলাম (আসিক)

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

মোঃ আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আযহার পবিত্র উপলক্ষে দেশবাসীসহ বেলকুচিবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আশিকুল ইসলাম (আসিক)

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“কোরবানির মহান আদর্শ ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। এই ঈদ শুধু আনন্দ ও উৎসবের দিন নয়, বরং তা ত্যাগ, মানবতা ও আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে উৎসর্গ করার শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন,
“ঈদুল আযহা মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করে। এই দিনে ধনী-গরীব সকল মানুষ এক কাতারে দাঁড়ায় এবং পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতার মাধ্যমে গড়ে ওঠে এক মানবিক সমাজ।”

হাদিসের আলোকে কোরবানির গুরুত্ব:

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
“আদম সন্তানের কোনো কাজ আল্লাহর নিকট কোরবানির দিন পশু জবেহ করার চেয়ে অধিক প্রিয় নয়। কোরবানির পশু কিয়ামতের দিন শিং, খুর ও লোমসহ উপস্থিত হবে। কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই তোমরা খুশি মনে কোরবানি করো।”
(তিরমিজি, হাদিস: ১৪৯৩)

মোঃ আশিকুল ইসলাম (আসিক) বলেন, “কোরবানির প্রকৃত মর্মার্থ হলো আত্মত্যাগ। ব্যক্তি ও সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়াই হলো এই উৎসবের মূল শিক্ষা। আমরা যেন সেই শিক্ষা অন্তরে ধারণ করি ও বাস্তবে প্রতিফলিত করি—এটাই হোক আমাদের ঈদের অঙ্গীকার।”

তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নিই। তাহলেই ঈদের আনন্দ হবে পরিপূর্ণ।”

শেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের জন্য নিরাপদ ও আনন্দময় ঈদের শুভকামনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি