মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ০৬/০৬/২০২৫ ইং
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-২/২০২৫-২০২৬ মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের
উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করেন ৪ জুন বুধবার সকাল ১১ ঘটিকায় উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে এতে ১৪০০ জন কৃষকের মাঝে কৃষির এই উপকরণ বিতরণ করা হয়। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমির – সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ হাসনাত। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, এক বিঘা জমি চাষের জন্য এই কর্মসূচির আওতায় প্রত্যেক জনকে ৫ কেজি রূপসী রোপা আমন, ১০ কেজি ড্যাব সার, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।