উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে:
নড়াইলে ধর্মীয় ভাব গাম্ভীর্য মধ্যে দিয়ে জেলা পুলিশের পবিত্র ঈদুল আযহার উৎযাপন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আযহা। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও কোরবানির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ। সকালে নড়াইল জেলা পুলিশ লাইনস্ ড্রিলশেডে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের ইমামতি করেন নড়াইল জেলা পুলিশ লাইনস্ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ বিলাল হুসাইন। জেলা পুলিশের পুলিশ সদস্যবৃন্দ এবং পুলিশ লাইনস এলাকার আশেপাশে হতে আগত মুসল্লিদের সাথে ঈদুল আযহার নামাজ আদায় করেন নড়াইল জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। পুলিশ সুপার কাজী এহসানুল কবীর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের জামাতে অংশগ্রহণকারী সকলদের শুভেচ্ছা জ্ঞাপন করে ঈদ মোবারক জানান। পুলিশ সুপার নামাজে উপস্থিত সকল সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কোলাকুলি করেন।
এছাড়াও নড়াইল জেলা পুলিশের অন্যান্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ ঈদুল আযহার নামাজ আদায় করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।