মো: আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:
শনিবার ও রবিবার (৭-৮,২০২৫) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৫৬ টি গরু ক্রয়ের মধ্য দিয়ে মোট ৫৪৬০ পরিবারের মাঝে, পরিবার প্রতি ২ কেজি করে গোস্ত বিতরন করা হয়েছে।
ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় এনজিও যথাক্রমে আপউস, দাপউস এবং ঝুমকা মহিলা হস্তশিল্প মহিলা সমিতি এর বাস্তবায়নে (৭৬+৩০+৫০) মোট ১৫৬টি গরু কোরবানি করে সমাজের হতদরিদ্র, গরীব ও অসহায় ৫৪৬০টি পরিবারের মাঝে পরিবার প্রতি ২ কেজি করে মাংস বিতরণ করা হয়।
গোস্ত বিতরণ কালীন সময়ে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রতিনিধি হিসেবে প্রজেক্ট ম্যানেজার আব্দুল্লাহ সায়ীদ, মোস্তাক আহম্মদ এপিও এবং করিম ফকির এও।
ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার, আব্দুল্লাহ সায়ীদ তিনি বলেন যে, জামালপুর সদর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলায় কোরবানি’র কার্যক্রম যেন সকলের সহযোগিতা নিয়ে আবারো আগামীতে এই কার্যক্রম করতে পারি।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গোস্ত বিতরণ কালীন সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কে এম এহসানুল হক, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মো: এনামুল হক, আল বিল্লাল খানসহ সংশ্লিষ্ট এনজিও সমূহের নির্বাহী পরিচালক বৃন্দ।