মো: আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৫০ টি গরু ক্রয়ের মধ্য দিয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় এনজিও ঝুমকা মহিলা হস্তশিল্প মহিলা সমিতির বাস্তবায়নে (মাধ্যমে) মোট ৫০টি গরু কোরবানি করে সমাজের হতদরিদ্র, গরীব ও অসহায় ১৭৫০টি পরিবারের মাঝে পরিবার প্রতি ২ কেজি করে মাংস বিতরণ করা হয়। এর মধ্যে জামালপুর সদরের
রানাগাছা ইউনিয়নের ৯০০ পরিবার ও শ্রীপুর ইউনিয়নের ৮৫০ পরিবারের মাঝে ঈদ-উল-আজহা’র কোরবানি’র গোস্ত বিতরন হয়।
এ সময় উপিস্থত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ জামালপুর জেলার প্রোজেক্ট ম্যানেজার মো: আব্দুল্লাহ সায়ীদ,সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম এবং ঝুমকা হস্তশিল্প মহিলা সমিতির নির্বাহী পরিচালক শারমিন কবির বীনা গোস্ত বিতরণ কালীন সময়ে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
ইসলামিক রিলিফ বাংলাদেশ জামালপুর জেলার প্রোজেক্ট ম্যানেজার মো: আব্দুল্লাহ সায়ীদ তিনি বলেন জামালপুর সদর উপজেলায় কোরবানি’র কার্যক্রম যেন সকলের সহযোগিতা নিয়ে আবারো আগামীতে এই কার্যক্রম সঠিকভাবে করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মো: এনামুল হক, আল বিল্লাল খান প্রমুখ।